আত্মহত্যা করবে ভাবছ?

লিখেছেন লিখেছেন bojrokonTho ১৮ মে, ২০১৪, ১২:২৮:০৮ রাত



রেজাল্ট আউট হয়েছে।

অনাকাংখিত সেই খবরটিও আসতে শুরু করেছে।

বন্ধু! রেজাল্ট খারাপ হয়েছে?

আত্মহত্যার মত কিছু একটা করার কথা ভাবছ?

একটু থামো বন্ধু..

তোমাকে দুটো কথা বলতে চাই।

জানি, চরম মানসিক কষ্টে ভুগছ।

লজ্জা আর অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে।

হয়ত দরজা বন্ধ করে মুখটাকে লুকিয়ে রেখেছ..

ভাবছ ঐ মুখ আর কাউকে দেখানো যাবেনা।

সকালের আলো ফোটার আগেই....!

হয়ত ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে মনের সাথে শেষ বোঝাপড়া করছ..!

ওড়না নিয়ে তৈড়ী হয়ে আছ...!

থামো বন্ধু প্লীজ থামো!!

দুটো কথা শুন।

কি ভাবছ তুমি?

বাবা-মার কাছে তুমি মুল্যহীন হয়ে গেছ?

বকা শুনতে হয়েছে?

যত-ই বকা দিক।

পৃথিবীর কোন কিছুর বিনিময়ে তারা তোমাকে হারাতে চায়না।

জানোনা?

তারা যে বাবা-মা!

নিজের উপর খুব অভিমান হচ্ছে তাইনা?

আচ্ছা বলোতো, নিজেকে শেষ করে দিলেই কি ব্যার্থতার গ্লানি মুছে যাবে?

তুমি বরং হেরে যাবে বন্ধু..

কি ভাবছ?

তোমার কোন বন্ধু নেই?

আছে। এ সময় তোমাকে বুঝতে পারে এমন একজন বন্ধু আশেপাশে অবশ্যই আছে।

তার সাথে কথা বলে মন হালকা করে নাও।

কথা শেষ হয়নি।

আরো অনেক কথা আছে।

আমিও তোমার বন্ধু হব।

দরজা খোলো বন্ধু।

ফিরে এসো...!

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File