সকলের দুআ চাই......আগামীর দিনগুলোও যেন ভালোর সাথেই কাটে।
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০৮ মে, ২০১৪, ১১:১৬:১১ সকাল
একটি কোন পীরের ছবি নয়। আজকের দিনে অর্থাৎ ৮ মে ১৯৯৮ গাইবান্ধা থেকে রাজশাহী গিয়েছিলাম জীবন সঙ্গীর খোঁজে, তারই প্রস্তুতিপর্ব। আজ ১৬ পেরিয়ে ১৭ বছরে পা দিচ্ছি। আলহামদুল্লিাহ ভালো আছি, খুব ভালো; সকলের দুআ চাই......আগামীর দিনগুলোও যেন ভালোর সাথেই কাটে।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু এইরকম পির সেজে বিয়ে করতে গিয়েছিলেন কেন?????
দোয়া করছি যেন জীবন সঙ্গী আপনার মতো ভাল হয়।
দেশে ফিরে রাজশাহীতে এলে আমসহ পুষিয়ে দেবো ইনশাআল্লাহ;
ভালো আছেন তো? অনেক ভালো থাকবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন