এখানে
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৭ মার্চ, ২০১৪, ০৩:০৭:১২ দুপুর
এখানে নীরবে পাহাড় কানপেতে থাকে ,
ডানার ঝাপটায় পাখিরা তুলে সুর,
বুনো ফুল তাকায় নীল আকাশ পানে
স্রোতে ভেসে ঝরা পাতা চলে বহুদুর ।
এখানে রোদ মেঘে মাখামাখি চলে
হাত বাড়িয়ে ডেকে যায় পাতিহাঁস,
সেগুনের বনে পাহাড়ি লতায় আর
সবুজের বুকে করে শিশিরেরা বাস।
নিশিতে রুপালী আলোর মায়াবী চাঁদ
ঠিক এখানে হেসে উঠে,
স্বপ্নের আবেগী রং এ আঁকা ঝর্নার জল
এখানেই লাগে মিঠে ।।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডানার ঝাপটায় পাখিরা তুলে সুর,
বুনো ফুল তাকায় নীল আকাশ পানে
স্রোতে ভেসে ঝরা পাতা চলে বহুদুর ।
এক কথায় অসাধারণ লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন