স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৯ জুন, ২০১৪, ০১:৫৬:৪৬ রাত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর বাংলাদেশ জামায়াত ইসলামী!
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম গর্বিত অংশীদার বিজিবির সদস্য শহীদ মিজানুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা ও শহীদ মিজানুর রহমানের বীরত্বপুর্ণ আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট প্রদান করেছে বাংলার মানুষের প্রাণপ্রিয় সংগঠন আশার স্থল বাংলাদেশ জামায়াত ইসলামী।
উল্লেখ্য শহীদ মিজানুর রহমান কিছুদিন আগে মায়ানমারের বর্বর বিজিপির সম্পুর্ণ বিনা উষ্কানীতে অতর্কিত হামলায় নিহত হন।
বিষয়: বিবিধ
৮২৩৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্রেস্ট দিয়া কার মুখ ঢাইকা দিলেন ?
এই সব কাহিনী ৭১ এ কোথায় ছিল ?
আর বানোয়াট মনগড়া ইতিহাস না পড়ে এবং একপক্ষীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন ৪৭'এও জামায়াতই ছিল সার্বভৌমত্বের রক্ষক যা অব্যাহত ছিল ৭১এও এবং আজকেও!
ক্রেষ্ট দিয়ে কারো চাহারা ঢেকে দেয়ার ইচ্ছে ছিল না হতভাগা ভাই,তবুও যখন প্রশ্ন তুললেন দেখে নিন চেহারা!
কিন্তু কালো জিন্নাহ টুপি পড়া লোকটাকে তো ইমরান সরকারে মত লাগতেছে !?
হতভাগা ভাই ঐ ছবিতে ইমরান সরকারের মত হতভাগা কেউ নেই,নিশ্চিন্তে থাকুন!
ভবিষ্যতেও যাতে জামায়াত এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ নিতে পারে তার জন্য দোয়া রইলো মন থেকে।
মন্তব্য করতে লগইন করুন