জমি দখলে ভাড়ায় খাটতে গিয়ে ২ র‌্যাব সদস্য স্থানীয়দের হাতে আটক; আর বাকী আছে কি???

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৯ জুন, ২০১৪, ১২:৫৫:৫৩ রাত



রাজধানীতে অন্যের হয়ে জমি দখল করতে গিয়ে এলিট ফোর্স র‌্যাবের দুই সদস্য স্থানীয়দের হাতে আটক হয়েছেন। রবিবার উত্তরখান থেকে র‌্যাব সদস্য সহ পাঁচজনকে আটক করে থানায় নেয়া হয়েছে।

জানা গেছে, উত্তরখানের ফজিরবাতান এলাকায় সন্ত্রাসীদের নিয়ে হুমায়ুন কবির মামুর নামে এক ব্যক্তির জমি দখল করতে যান এই দুই র‌্যাব সদস্য। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়।

এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুই র‌্যাব সদস্য আবদুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান আটক হন। তাদের সঙ্গে আরো তিনজনকে আটক করা হয়েছে। পরে খবর দিয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বর্তমানে দুই র‌্যাব সদস্যসহ বাকিরা থানা হেফাজতে আছেন। Click this link

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232617
০৯ জুন ২০১৪ রাত ০১:১০
মাটিরলাঠি লিখেছেন :
কিছু বাকি নাই ভাই!
০৯ জুন ২০১৪ রাত ০১:১৩
179286
নানা ভাই লিখেছেন : বাংলা লিংন্কের মত গুন্ডামীর লাইসেন্স আছে মন হয়।Tongue
232623
০৯ জুন ২০১৪ রাত ০১:৪৬
মুক্তির মিছিল লিখেছেন : আপনি বাকী আর কি আশা করেন?
আমরা যেমন জাতি আমাদের প্রশাসনও সেইরকম!
এই র‌্যাব বলেন, হাসিনা বলেন, শামিম ওসমান, হাজারী, মায়া, কালো বিড়াল, সবাই কিন্তু বাংলার মানুষদের মধ্য থেকেই তৈরি হইছে!
০৯ জুন ২০১৪ রাত ০২:৪৩
179310
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ।
আশা ছাড়ি নাই, আশা ছাড়বো কেন? দেশটা তো শুধু শেখ হাসিনা বা খালেদার না!
এ দেশ তো আপনার এবং আমারও, আমাদের সন্তানদের জন্যেও।
232636
০৯ জুন ২০১৪ সকাল ০৬:৪৯
শেখের পোলা লিখেছেন : এ হল জাতির কলঙ্ক
232651
০৯ জুন ২০১৪ সকাল ০৮:৪৬
হতভাগা লিখেছেন : র‍্যাব হল দিয়াশলাইয়ের কাঠির মত ।

কারও হাতে পড়লে সে হয় চুলা জ্বালানোর উপকরণ , আবার

কারও হাতে পড়লে সে হয় বাড়িতে আগুন লাগানোর উপকরণ।
232678
০৯ জুন ২০১৪ সকাল ১০:৩১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : RAB
Rater Andhokarer Bahini.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File