জাগ্রত নিশিথিনী
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৯:১৪ সন্ধ্যা
গুমোট হাওয়ায় অন্ধকারে
কান্না নামের এক খোলসে,
বন্দি হয়ে থাকি।
উথাল-পাতাল তরঙ্গতে
ডুবে ডুবে ভেসে উঠে-
উদাস হলাম নাকি?
রাত্রি শেষে নির্ঘুম,
প্রশ্ন বানে জর্জরিত
নিজের কাছে অস্পষ্ট-
পা দুটো বড্ড টলোমলো,
খুঁজে বেড়াই সত্যগুলো।
ভুল গুলো যে দাবড়িয়ে যায়
অনুতাপের বৃষ্টি-বানে
সংশোধনের প্রচেষ্টাতে
আমার সত্ত্বা উঠে দাঁড়ায়।
আমায় একটু দিবি কি ঠাই?
অমূল্য তোর প্রার্থনাতে।
আমি ভালো মানুষ হতে চাই-
যতটুকু হলে স্বর্গে যাওয়া যায়।
দিবা রাত্রি স্বপ্নে দেখি
সংশোধিত হয়েছি আমি।
আমায় একটু দিবি কি ঠাই?
অমূল্য তোর প্রার্থনাতে।।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই অভাজনের প্রার্থণাতে সবসময় আছো!!
এভাবে একটু চেইন্জ করে পড়ার জন্য দুখিঃত..... তবে আমি এভাবে পড়ে মজা পেয়েছি
মন্তব্য করতে লগইন করুন