জাগ্রত নিশিথিনী

লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৯:১৪ সন্ধ্যা

গুমোট হাওয়ায় অন্ধকারে

কান্না নামের এক খোলসে,

বন্দি হয়ে থাকি। Crying

উথাল-পাতাল তরঙ্গতে

ডুবে ডুবে ভেসে উঠে-

উদাস হলাম নাকি? Smug

রাত্রি শেষে নির্ঘুম,

প্রশ্ন বানে জর্জরিত

নিজের কাছে অস্পষ্ট-

পা দুটো বড্ড টলোমলো,

খুঁজে বেড়াই সত্যগুলো। At Wits' End

ভুল গুলো যে দাবড়িয়ে যায়

অনুতাপের বৃষ্টি-বানে

সংশোধনের প্রচেষ্টাতে

আমার সত্ত্বা উঠে দাঁড়ায়। Whew!

আমায় একটু দিবি কি ঠাই?

অমূল্য তোর প্রার্থনাতে।

আমি ভালো মানুষ হতে চাই-

যতটুকু হলে স্বর্গে যাওয়া যায়। Angel

দিবা রাত্রি স্বপ্নে দেখি

সংশোধিত হয়েছি আমি।

আমায় একটু দিবি কি ঠাই?

অমূল্য তোর প্রার্থনাতে।।



বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226171
২৫ মে ২০১৪ রাত ০৮:৪১
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : অন্ত্যমিলবিহীন ছন্দময় কাব্য। এইপঙতিটুকু সবচেয়ে সুন্দর লেগেছে

আমায় একটু দিবি কি ঠাই?

অমূল্য তোর প্রার্থনাতে।



এই অভাজনের প্রার্থণাতে সবসময় আছো!! Love Struck
২৮ মে ২০১৪ রাত ১২:১১
174084
আলোকিত প্রদীপ লিখেছেন : আমার মত অভাজনকে আপনার প্রার্থণায় স্থান দেয়ার জন্য ধন্যবাদ। Happy আপনার মত গুণী কন্যার জন্যও অনেক অনেক দোয়া রইলো। Love Struck Love Struck Love Struck
255262
১৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকিল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose

আমায় একটু দিবি কি ঠাই?
অমূল্য তোর প্রার্থনায়।


এভাবে একটু চেইন্জ করে পড়ার জন্য দুখিঃত..... তবে আমি এভাবে পড়ে মজা পেয়েছি Cook Give Up
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:০৯
201582
আলোকিত প্রদীপ লিখেছেন : ধন্যবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File