ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়ে গেছে।
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ৩১ আগস্ট, ২০১৪, ১২:০০:৩৬ রাত
ইসলামী ছাত্রসেনা আর শাহবাগের বিরিয়ানি ইয়াবার চেতনার মধ্যে কোনো পার্থক্য নাই।
নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে আরেক রেশমার জন্ম দিয়েছে ডিজিএফ আই এবং আওয়ামিলীগ। মাওলানা (?) নূরুল ইসলাম ফারুকী হত্যার পরিকল্পনাকারী ও হুকুমের আসামির নাটক
করে ইসলামিক অনুষ্ঠানের উপর পরিকল্পিত ষড়যন্ত্র।
যখন বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় নামতে পারে না , পুলিশ বৃষ্টির মত গুলি করে। সেই অবস্থায় কথিত ইসলামী নাম ধারী ভুই
ফুঁড়ে সংঘটন হরতাল , তান্ডব করছে। কিন্তু গোপন চুক্তির ফলে এবং পরিকল্পিত ষড়যন্ত্র
বাস্তবায়নের কারণে আওয়ামিলীগ এবং পুলিশ নীরব। ওই সব কথিত মুল্লা এবং জিলাপি আওয়ামিলীগ ,পুলিশ , মিষ্টি বিতরণ হচ্ছে ভিতরে ভিতরে।
শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে। নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সেই
‘রহস্যময়ী’ নারীকে আটক
করেছে পুলিশ। তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ
থেকে আটক করা হয়েছে। তার নাম মাহমুদা আক্তার (৩০)। আর এই মাহমুদা আক্তার কে রানা প্লাজার রেশমার মত অভিনয়ের জন্য তৈরী করা হচ্ছে।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগামীকাল (৩১-৮-১৪) একটি সরকারী হরতাল দেখার অপেক্ষায় আছি।
কাহাফ-ধন্যবাদ।
হতভাগা-কিছু হয় নাই তবে বালের (বাংলাদেশ আওয়ামীলীগ) গোমর ফাঁস হইলো আরকি!
শফিউর রহমান-আমজনতা বা বিরোধী দলের কিছু করার না থাকলেও সচেতনতা কিন্তু বাড়ছে।
সবার উত্তর একসাথে দিলাম।
মন্তব্য করতে লগইন করুন