কীভাবে সঠিক ইসলামপন্থী দলটি খুঁজবেন??
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ১৯ আগস্ট, ২০১৪, ১২:৫১:২৩ রাত
"যে কোন যোগে তুমি যদি কোন সঠিক ইসলামপন্থী দল খুঁজে না পাও,
তাহলে চিহ্নিত ইসলাম বিদ্বেষী এবং ইসলামের পরীক্ষিত শত্রুদের দিকে তাকাও,
তারা কোন দলটির প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত।
কেননা সঠিক ইসলামপন্থী দল মুসলমানরা চিনতে ভুল করলেও,
ইসলামের চিহ্নিত শত্রুরা কখনো ভুল করে না।"
--- ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)।
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াত কিংবা বিএনপি কিংবা হেফাজত কিংবা আল কায়দা, আইএসআইএল, লাল নীল পার্টি কিংবা সংগঠন, এ্যাসোসিয়েশান কে 'মিন' করা হয়নি। জামায়াত নতুন কোন ইসলাম (আকিদা ও শরীয়া) আনেনি। বরং ৭৩ ভাগের মধ্যে আপনি ধরবেন শিয়া, খারিজি, ওহাবী, দেওবন্দী, কাদিয়ানী, আলাওয়ী, সুফী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
জামায়াত যদি অমন কোন কিছু প্রিচিং করে - অর্থাৎ নতুন করে কোরান ও হাদীসকে ইন্টারপ্রেট করে নতুন কোন আল্লাহ বা রবকে হাজির করে, নতুন কোন আইন কানুন এর কথা বলে কিংবা হারাম কে হালাল করে কিংবা হালাল কে হারাম বলে ঘোষনা করে - তবে আপনি আমি মুসলিম থাকতে চাইলে - অবশ্যই জামায়াত হতে দুরে থাকতে হবে।
আর জামায়াত যদি নিতান্তই ইসলামের - কোন একটা পার্ট কিংবা কয়েকটি পার্টকে মেইন স্ট্রীম এর রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় - তবে তা আর দশটি ইসলামিক সংগঠনের মত একটি ইসলামিক সংগঠন হবে। আপনি একজন মুসলিম হয়ে জামায়াতের কাজে সাহায্য সহযোগীতা যেমন করতে পারেন, তেমনি না ও করতে পারেন। ওটা ইসলাম আপনাকে করতে বাধ্য করেনা, আবার না করতে ও বারন করেনা। আশা করি আল্লাহ আমাদের জ্ঞানকে ও বোঝার শক্তিকে সম্প্রসারিত করবেন ও ভুল কিংবা ফেতনা সৃষ্টিকারী বিষয় হতে মুক্ত রাখবেন।
ধন্যবাদ।
স্বভাবতঃই কাদিয়ানী ওখানে আসবে কি আসবে না - সেটা আমি ঠিক ঐ ভাবে জেনে শুনে বুঝে চিন্তা করে লিখি নি। সিম্পলী পপুলার কিংবা ডিসপিউটেড উদাহরন হিসাবে কয়েকটির উল্লেখ করতে গিয়ে লিখেছি - যাতে একটা সেন্স তৈরী হয়।
ধন্যবাদ পয়েন্ট আউট করার জন্য। কিন্তু আরো বেশী খুশী হতাম যদি আপনি এর উপর আপনার ধারনা শেয়ার করতেন - যাতে পাঠক মাত্রই উপকৃত হয়।
কারা জুলুমের শিকার?
১. জামাত শিবির
২. অন্য কোন দল
মন্তব্য করতে লগইন করুন