যন্ত্রণা? সেও প্রিয় থাকলে তুমি পাশে✔✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ আগস্ট, ২০১৪, ০১:০৯:৫৭ রাত
!!!
!!
!
যন্ত্রণা বুকে আপনার
আকাশে মেঘের আঁধার!
বাতাসে রক্তের গন্ধ
ভালবাসায় চাই মনের ছন্দ!
.......................................
উডন্ত মেঘের ঢেউ ঢেউ যাত্রা
ধরে রাখা যায়না মনের মাত্রা!
মনকে রুখতে পরি আমরা
যদি থাকে ধর্য্যের পশরা।
.....................................
আমাদের হুশ থাকেনা বাস্তবতায়
বলে পেলি রাগের মাথায়!
বলা কথায় বাড়ে ঝামেলা
যুক্তি হীন প্রশ্নে চৌতুস হ্রদে জ্বালা।
....................................................
যন্ত্রণা? সেও প্রিয় থাকলে তুমি পাশে
আমার এ মন তোমাকে ভালবেসে।
আশা দিও ভালবাসার অধিকারে
ঠাঁই দিও ঠাঁই দিও অন্তরে।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যন্ত্রণা প্রিয় হলে..... যন্ত্রণাই পেয়ে যাবেন আজীবন।
অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন