At Wits' End যন্ত্রণা? At Wits' End Roseসেও প্রিয় Roseথাকলে তুমি পাশে✔✔✔নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ আগস্ট, ২০১৪, ০১:০৯:৫৭ রাত



!!!

!!

!

যন্ত্রণা বুকে আপনার

আকাশে মেঘের আঁধার!

বাতাসে রক্তের গন্ধ

ভালবাসায় চাই মনের ছন্দ!

.......................................

উডন্ত মেঘের ঢেউ ঢেউ যাত্রা

ধরে রাখা যায়না মনের মাত্রা!

মনকে রুখতে পরি আমরা

যদি থাকে ধর্য্যের পশরা।

.....................................

আমাদের হুশ থাকেনা বাস্তবতায়

বলে পেলি রাগের মাথায়!

বলা কথায় বাড়ে ঝামেলা

যুক্তি হীন প্রশ্নে চৌতুস হ্রদে জ্বালা।

....................................................

যন্ত্রণা? সেও প্রিয় থাকলে তুমি পাশে

আমার এ মন তোমাকে ভালবেসে।

আশা দিও ভালবাসার অধিকারে

ঠাঁই দিও ঠাঁই দিও অন্তরে।

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255735
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:২৯
কথার_খই লিখেছেন : ছন্দ গুলোতে কি বুঝতে পেরেছি? ভালবাসায় চাই মনের ছন্দ! মনের ছন্দটা কি? ধর্য্যের পশরা, এটা কি? রাগের মাথায় বলব কেন?

যন্ত্রণা প্রিয় হলে..... যন্ত্রণাই পেয়ে যাবেন আজীবন।
১৯ আগস্ট ২০১৪ রাত ০২:২৭
199367
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
Rolling on the Floor
255766
১৯ আগস্ট ২০১৪ রাত ০৩:৪২
সন্ধাতারা লিখেছেন : Beautiful!!
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
199395
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
255799
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৩
হতভাগা লিখেছেন : ছবিতে রহিম সাহেব ফুল দুটো সহ আয়েশা ম্যামের হাতটা গ্রিপ করলেও আয়েশা ম্যাম কিন্তু শুধু ফুলটাই ছুঁয়েছে । এমনও মনে হচ্ছে যে , ম্যাম যেন হাতটা সরিয়ে নিতে চাইছে ।
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
199394
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগাকে প্রথমে ধন্যবাদ, অনেক দিন পর হতভাগা আমাদের ব্লগে তার মতামত রাখলেন! যদিও নুর আয়শা'র কাছে হতভাগা'র মন্তব্যের গ্রহণ যোগ্য নয়! Good Luck
256030
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
বাজলবী লিখেছেন : অপূর্ব। ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:১৯
199672
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ
258826
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
আমি মুসাফির লিখেছেন : মনের অন্তর্নিহিত কথা গুলো গভীর চিন্তা দিয়ে যেভাবে প্রকাশ ঘটিয়েছেন তা অবাক করার মত।
অশেষ ধন্যবাদ।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০১
202484
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আমাদের ব্লগে, আপনার মন্তব্য আগামীর অনুপ্রেরণা। আপনার জন্য শুভকামনা রহিলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File