অসময়ে আমাদের আগমন…
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ২৯ আগস্ট, ২০১৪, ১১:২১:৫১ সকাল
ভয়ংকর এই শতাব্দী,
অসময়ে আমাদের আগমন!
খুনিরা হেঁটে চলে বীরের বেশে
আমাদেরই সামনে…
ধারালো-সাঁন দেয়া অস্ত্রে
তাজা রক্তের নোনতা স্বাদ!
শ্বপদের হলাহল হাসি
ঐ কম্পিত লোকালয় জুড়ে
মানুষের বসবাস_____
তালাবদ্ধ চিড়িয়াখানার চারপেয়োরারা
স্বদন্ত বের করে ভেংচি কাটে।
তালাবদ্ধ শতকের লৌহ কপাট
লেগে আছে আমাদের কানের পর্দায়
তাই কখনো বোধগম্যতা আর
মস্তিষ্কে পৌছেনা…
জমে থাকা স্তুপের ন্যায়
লাশেরা নীরব অপেক্ষায়
মৃত্তিকার গভীরতা মাপতে।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন