অতঃপর হেটে চলা…
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩২:৫৭ সকাল
আমি হেটে চলি
আমি কথা বলি
আমি ক্ষনে গানও গাই।
শুধু একা চলি…একা থাকি…
চোখ ভিজে এলে,
হাতড়ে বেড়াই একটি মায়ামতী হাত
তন্ন তন্ন করে খুজি এক বিন্দু মমতার প্রলাপ।
তারপর একাই থাকি
একাই চলি…
একাই কথা বলি।
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন