ঈমানের অগ্নি পরীক্ষা ::::::

লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৬:৩৯ সকাল

ফেরাউনের এক দাসী ছিল।

সে কালেমা পরে গোপনে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু মানুষের ঈমান বেশি সময় গোপন থাকে না। দাসীর ঈমান ফাঁস হয়ে যায়। ফেরাউন তাকে দরবারে তলব করে। দাসীর দুইটি কন্যা সন্তান ছিল । একটি দুগ্ধপোষ্য, অপরটি বড়। ফেরাউন তেল সংগ্রহ করায়। কড়াই

আনায়। তারপর আগুন জালিয়ে কড়াইয়ে তেল

ঢেলে গরম করতে থাকে। তেল ফুটতে শুরু করল। ফেরাউন দরবারে বসিয়ে দাসীকে বলল, ''পথ দুটি। মূসার খোদাকে অস্বীকার কর অন্যথায় এই ফুটন্ত তেল বরণ করে নাও। আগে তোমার সন্তান দুটোকে টগবগে তেলে নিক্ষেপ

করব, পরে তোমাকেও।

মূসার খোদাকে বাদ দিয়ে আমাকে মেনে নাও,

আমি তোমার জীবনটা জান্নাতে পরিণত করে দিব। বলো তোমার সিদ্ধান্ত কি?'' দাসী বলল, ''এরা তো আমার দুটি সন্তান মাত্র।যদি আরো সন্তান থাকত, তুমি যদি তাদের সব জনকে ফুটন্ত তেলে নিক্ষেপ করতে,

তবুও আমি ঈমান থেকে একচুল নড়তাম না। তোমার যা করবার করো, আমি যা করেছি, বুঝে শুনেই করেছি। মূসা আমার নবী আর আল্লাহ

আমার রব। আমি তোমাকে খোদা মানতে রাজি নই।'

ফেরাউন প্রথমে মহিলার বড় সন্তানটিকে তুলে টগবগে তেলের কড়াই য়ে নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে শিশুটি ঝলসে যায়।

তারপর দুগ্ধপোষ্য শিশুটিকে কোল থেকে কেড়ে নিয়ে তেলে নিক্ষেপ করে। এই সন্তানটিও ফুটন্ত তেলে সিদ্ধ হয়ে মারা যায়। তবুও দাসী তার ঈমান এ অটল থাকেন। এরপর ফেরাউন

মহিলাকে তুলে তেলে নিক্ষেপ করে। মহিলা অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে পৌছে যায়।

মি'রাজের রাতে মহানবী (সাঃ) বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত

নামায আদায় করে যখন আকাশের দিকে যাচ্ছিলেন,তখন নিচ থেকে তিনি জান্নাতের ঘ্রাণ অনুভব করেন। তিনি জিবরাইল

(আঃ)কে জিজ্ঞেস করেন,''ভাই জিবরাইল, আমি জান্নাতের সুঘ্রাণ

পাচ্ছি যে!''

জিবরাইল (আঃ)বললেন,''এই ঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে।"

-সুবহান আল্লাহ ।

বিষয়: বিবিধ

১৬৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262269
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
কাহাফ লিখেছেন : ঈমানী চেতনার কাছে পৃথিবীর সব দুঃখ-কষ্ট ম্লান হয়ে যায়।আল্লাহ মহান আমাদের কেও এমন ঈমানের অধিকারী বানিয়ে দিন....আমিন।
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
206199
কাঠ পেন্সিল লিখেছেন : আমিন
262276
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
206234
কাঠ পেন্সিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
262293
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
আমি মুসাফির লিখেছেন : এটাই ঈমানী চেতনা। যে চেতনা সঠিক গন্তব্যে পৌছে দেয়।
262309
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
ইমরান ভাই লিখেছেন : ঘটনাটা কোন কিতাবের? ইবারত টি দিলে উপকার হতো।
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
206235
কাঠ পেন্সিল লিখেছেন : আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ।এখানে দিতে না পারলেও আগামীতে পোস্ট করলে দেব।
262350
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
মামুন লিখেছেন : কঠিন ঈমানী পরীক্ষা!
আল্লাহ পাক সবাইকে এমন দৃঢ় বিশ্বাস দান করুন। আমীন।
লেখাটি ভালো লেগেছে।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
262351
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
নূর আল আমিন লিখেছেন : ||
ভাল্লাক্সে কপি করে চালিয়ে যান
||
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
206242
কাঠ পেন্সিল লিখেছেন : ভাইয়া,এই ধরনের লেখাগুলো কিন্তু সবসময়ই কপি/পেস্ট।কিন্তু পাবলিশড করা কতটা জরুরী তা আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন।
262408
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
206368
কাঠ পেন্সিল লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File