নিঃসঙ্গ পথিক!

লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা স্বপ্ন ৩১ আগস্ট, ২০১৪, ১২:১১:৩১ রাত



নিঃসঙ্গ পথিক,

বসে আছি একা একা,

নাই কোন সঙ্গী।

@@@

মনে জাগে উদ্ভুট হাজারো প্রশ্ন,

মনটা কেন যেন আজ ভীষণ ফাঁকা।

@@@

নাই পরিবার, নাই পরিজন,

আমি যেন এক ঝরাপাতা,

বুঝবে না কেউ আমার এই ব্যাথা।

@@@

চার দেয়ালের এই বন্দী জীবনে,

ছেঁড়া কাগজ আর কলমকে সঙ্গী বানায়,

আপন মনে বকে বেড়ায় সারাক্ষণ...

এইতো আমার জীবন।

____________

বিষয়: সাহিত্য

১৪৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259862
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:১২
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর ছন্দ ও শব্দবুননে কবিতা! ভালো লাগলো! শুভকামনা রইলো Good Luck
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৮
203681
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : জানিনা কি লিখছি, কবিতা নাকি অন্য কিছু! চার দেয়ালে বন্দী নিঃসঙ্গ এই জীবনে মনের অজান্তে নিজের সাথে বকাবকি আর কি ! ধন্যবাদ আপনাকে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File