'ওরা' ভাষার বৃথাই রক্ত ঝরালো...
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪০:০১ রাত
বেহুদাই বাংলা ভাষার জন্য জীবন দিলো ভাষা সৈনিকেরা !!
তৎকালীন পশ্চিম পাকিস্তান উর্দু কে রাষ্ট্র ভাষা করার দাবীতে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছিল বাংলার দামাল ছেলেদের।
সে দিন বাংলার দামাল ছেলেরা রক্ত বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা কে ঠিকিয়ে রেখেছিল!
কিন্তু তাতে লাভটা কি হলো?
স্বাধীনতার পরেই ভারত তাদের চ্যানেল গুলা ডুকিয়ে দিলো আমাদের দেশে…
যার ফলশ্রুতিতে আমার দেশের ২ বছরের বাচ্চাটাও বাংলার আগে হিন্দীতে কথা বলে!!
রক্ত ঝরিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তান যা করতে পারে নি কিন্তু ভারত টিভি চ্যানেল নামক ভাইরাস দিয়ে আমাদের স্বাধীনতাকে তারা পুরা লুলায়িত করে ফেলেছি!!
শুধুই আফসোস …
স্বাধীনতা/বাংলা ভাষা তুমি কার?
এই বাংলার নাকি ভারতে দাদার?
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন