একটি তাবিজ বাবার অপমৃত্যু
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ১৭ জুলাই, ২০১৪, ০১:৫১:২৯ দুপুর
ব্রেকিং :
তাবিজ_বাবা Iz now
অর্ক_আরজু
শেষ পর্যন্ত আর পারলাম না । ফেবুতে নামটা পরিবর্তন করতেই হল ।নামের বিড়ম্বনা কাকে বলে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি তাবিজ বাবা নাম ব্যবহার করে । কাজিনদের কাছে যেমন হাসির পাত্র হয়েছি তেমনি আমার এই নাম দেখে অনেকেই তো রীতিমত সাংবাদিক বনে গেছেন।
১)ভাই আপনি কি সত্যি সত্যি তাবিজ করতে পারেন?
২)আপনার জন্মগত নামই কি এটা?
৩)ভাই আমাকে একটা প্রেমের তাবিজ দেন না ?
৪)আমাকে কি একটা তাবিজ দেওয়া যাবে ?
৫)আপনার আসল নামটা কি বলা যাবে ?
এধরনের নানান প্রশ্ন ।
আর যারা আমার পূর্ব পরিচিত তাদেরতো এক দফা এক দাবি এই নাম কেন দিলি ???
স্কুলের এক বান্ধবী একদিন চ্যাটে জিজ্ঞেস করলো এই নাম কেন দিছো ? তোমার নামটাই তো ভাল ছিলো
কলেজের এক বান্ধবী আরেকদিন বললো একটা কথা বলি কিছু মনে করবে না তো ? আমি তো ভাবলাম কি না কি যেন বলবে । শেষে এসে সে জিজ্ঞাসা করলো এই নামটা কেন দিলে ?
আর আমার আরেক কাজিনের বান্ধবীতো আমার নাম দেখে রীতিমত হাসিতে গড়াগড়ি । শেষ পর্যন্ত সে আমার কাজিনকে বললো তুমিও তোমার নাম চেন্জ করে
#নাজু_বাবা দিয়ে দাও ।
(কাজিনের নাম নাজিব মুবিন) ।
এতো হাসি ঠাট্টা মজায় পিষ্ট হয়ে তাইতো নামটা পরিবর্তন করে দিলাম । অর্ক নামটা আমার অনেক পছন্দের একটা নাম । আরজু নামটা আমার নিজের ।এর অর্থ আশা আকাঙ্খা । তবে অর্ক নামের অর্থটা আমি জানিনা । কেউ জানলে জানাবেন প্লিজ ।
তবে আমার দুটি ব্লগ যথা:
১)সামহোয়্যারইন ব্লগ
২) টুডে ব্লগ
অপরিবর্তিত থাকবে ।
একটা কথা না বলে পারছি না সেটা হল ফেবুতে কেউ যখন আমার আসল নাম জিজ্ঞেস করছে সেই মুহূর্তটা খুব উপভোগ করছি ।
আমার আসল নাম ::
তাকিউর_রহমান_আরজু
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্ক শব্দের অর্থ সূর্য, অন্যান্য অর্থও আছে। [url href="http://www.ovidhan.org/b2b/অর" target="_blank"]অর্ক [arka] n the sun[/url], কোণার্ক
ওগুলো-কি তাবিজীক-একশন এর রিয়্যাকশন কিনা সেটা কিন্তু ক্লীয়ার করা দরকার ছিল।
মন্তব্য করতে লগইন করুন