হে আল্লাহ! আমার সমস্যার সমাধান করার পথটা বের করে দিন।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৭ জুলাই, ২০১৪, ০২:৪৬:১৩ দুপুর
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহে ওয়াবারাকাতু।
আমি কেন নেটে এসেছি কেন বা নেটে আমি কি করি তা প্রথম থেকে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা সবাই জানেন। আমার মুললক্ষ্য হল "আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমার আখিরাতের মুক্তি ও অনাবিল শান্তির জান্নাতুল ফেরদাউস পাবার জন্য ইসলাম কি ? জানতে চাই ও জানাতে চাই।কারন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ আবার তা মানাও ফরজ আর অন্যকে জানানোও ফরজ ।আর ঐ চিন্তার লালন হিসাবে অনেক জ্ঞানী ইসলামী ব্যক্তিরা াল্লাহর অশেষ নিয়ামত হিসাবে আমার ফ্রেণ্ড হন।য়ামার ও আমার স্বামীর পরিবারের অনেক জ্ঞানী ব্যক্তি ও ব্লগার ফ্রেন্ডও এখানে আছেন।
কিন্তু কয়েক মাস থেকে আমি খেয়াল করছি ,আমার ফেসবুক আইডিতে থেকে আমার অনেক সন্মানিত ও প্রিয় ব্যক্তিরা চলে যাচ্ছেন।হারানো শুন্যতাইয় অনেক কষ্ট পায় আমার পীড়িত ও অসুস্থ্য দেহ মন । আবার এমন ব্যক্তিরা নতুন ফ্রেন্ড হিসাবে আসছেন যাদের আমি কখনো রিকুয়েস্ট পাঠাইনি। বার বার অবাক হচ্ছি। কি হচ্ছে তা বুঝতে পারছিলাম না। অনেক জন আছেন আমার সুস্থ্যতার জন্য ৭ জন ওমরা হজ্জ করে আল্লাহর কাছে আমার নেক হায়াত চেয়েছেন।আমি অনাদের ঋন শোধ করতে পারব না।উনাদের অনেকেই লিস্টে নাই ।
গতসাপ্তায় আমার জীবনের শ্রেষ্ট ও সন্মানিত শিক্ষক যিনি আমাকে নেটে লিখার জগতে হাতেখড়ি দেন , যিনি অক্লান্ত পরিশ্রম ও অনুপ্রেরনা দিয়ে আমাকে মনের কথা ব্যক্ত করতে শিখান , যিনি আমাকে বাবা ও বড় ভাইয়ের মত কখন শাসন করতেন সৎ পথে চলার জন্য ।তিনি আমাকে মাস খানেক আগে ব্লক করেন। আমি মজলুমের মত তাও সবর করি।
তিনি গত সপ্তাহে আমাকে ই-মেইলে জানান ,আমি উনার অফিসের কলিক এর সাথে চেটে ও ওনার পেইজের মেসেজে আমি অনেক আপত্তি কর ও লজ্জা জনক লিখা লিখি । যা দেখে তিনি লজ্জিত হন আর উনার সন্মানিত স্ত্রীও খুব কষ্ট পান ।
হঠাত করে মিথ্যা ও বানোয়াট অপবাদ শুনে পাথরের মুর্তি হয়ে যাই আর নেটে না আসার সিদ্ধান্ত নিয়ে ৩ দিন ছিলাম । আমার ৩য় ছেলে ফয়সাল বুঝায় " আম্মু তুমি নেটে আসবা ইসলামের জন্য তাতে কে কি বলল তা তুমি খেয়াল করো না। আল্লাহর রাসুল কে দেখেও শয়তানরা আপবাদ দিয়েছে । তিনি ইসলাম প্রচারের কাজ বন্ধ রাখেন নাই "।সত্যি আমি নেটে এসে বসলেও আমি সেই সময় আল্লাহর সিসি ক্যামরার নজরদারীতে আছি জেনেই নফসকে আল্লাহর সাহায্য চেয়ে ধমন করতে চেষ্টা করি ।তাও আল্লাহর কাছে বার বার করা না করা অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা ও ধৈর্য্য চেয়ে নেটে না এসে বুকে এক জগদ্দল পাথর নিয়ে ময়দানের আন্দোলনের দায়িত্ব পালন করে চললাম। আমি ৩ বার ব্রেইন স্টোকের পর আমি আমার মাথার পেইন হয় তাই চেট রুম অফ করে রাখি। আমার প্রবাসি নয়নমনি ছেলেদের সাথেও আমি চেটে কথা বলি না। শরীল ভাল না থাকলে আমি তাদের মেসেজের উত্তর দেই না।তারা আমার লিখা দেখলে বুঝে আমি সুস্থ্য আছি । দুই দিন লিখা না দেখলে মায়ের জন্য পাগল হয়ে যায় ।মায়ের না জানি আবার কি হল।
গতকাল আমি আমার খুব প্রান প্রিয় দ্বীনি বোণ ও ফেসবুকের সুপ্রিয় লিলি ফারুকী আপার স্টাটাস দেখে আমি আমার সমস্যা বুঝতে পারি । কারন আমার ও আপার সমস্যা প্রায় একই । আমি তীব্র প্রতিবাদ্ জানাচ্ছি ও এই সমাস্যার সমাধান চাচ্ছি। আমাকে যারা ভুল বুঝে চলে গেছেন আর যারা আছেন আমি সবার কাছে অনুরোধ করব আমাকে ভুল না বুঝে আমাকে এই সমস্যার সমাধান করার পথ বের করে দিন। মানুষ মাত্র ভুলকারী তাই আমি আল্লাহর যে কোন মুহুর্তের পথযাত্রী হিসাবে আপনাদের সবার কাছে ক্ষমা চাই এই মাগফেরাতের দিনে। আল্লাহ আরসের নীচে স্থান পাবার আশায় আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালবাসা ও শ্রদ্ধার রেখে আপনাদের সাথে আমার চিরস্থায়ী নিবাসের জন্য কিছু করার সুযোগ যেন আল্লাহ আমাকে দান করেন ।আল্লাহ আমাকে ও আপনাদের সবাইকে রমজানের মাগফেরাত ও নাজাতের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যান হাসিল করার তাওফিক দান করুন
ইয়া আল্লাহ দূর করে দাও আমার সকল কষ্ট এবং আমাকে উত্তম ব্যবস্তা দান কর।তুমিই একমাত্র আমার সাহায্যকারী।
হে আল্লাহ! আমার সমস্যার সমাধান করার পথটা বের করে দিন।
বিষয়: বিবিধ
৩৬৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন