আবেগের জান ডাক

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ২৭ এপ্রিল, ২০১৪, ১২:৫২:৩৮ দুপুর

আমাকে বাধা দিয়ো না জান?

অনন্তকাল ধরে একলা গাছের তলায় দাড়িয়ে

জান,জান বলে ডেকে যেতে চাই আমি ,

চাই শুধু তোমাকে ।

সে আওয়াজে কেপে উঠবে গাছের পাতা আকাশ বাতাস ।

সুমাত্রাদ্বীপে আছড়ে পড়বে সুনামির ঢেউ,

মঙ্গলের সাথে পৃথিবীর সংঘর্ষে জন্ম নেবে নতুন গ্রহ,

অস্ত যাবে সূর্য্য,অন্ধকার নেমে আসবে ধরণীতে ।

তবু কি তুমি শুনবে না সে ডাক?

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213870
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমাকে বাধা দিয়ো না জান?
অনন্তকাল ধরে একলা গাছের তলায় দাড়িয়ে
জান,জান বলে ডেকে যেতে চাই আমি ,
চাই শুধু তোমাকে

হোয়াট এ লাভ লাইক অনন্ত জলিল Big Grin Big Grin Big Grin
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
162287
তাবিজ বাবা লিখেছেন : ইউ কান্ট আই বান্ট,
ইউ পম গানা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File