চলছে ইতিহাস বিকৃতির মহোৎসব, গর্জে উঠো দেশপ্রেমিক

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৭ এপ্রিল, ২০১৪, ০১:১৯:৩৯ দুপুর

সেদিন কর্মসূত্রে সেগুনবাগিচায় গিয়েছিলাম। যে অফিসে গিয়েছিলাম তার পাশেই মুক্তিযুদ্ধ জাদুঘর। কাজশেষে ঢুঁ মারলাম। ইতিহাস বিকৃতি দেখে তাজ্জব হয়ে গেলাম।

সেখানে একটি কক্ষে কাঁচঘেরা আলমারিতে শোভা পাচ্ছে বৃটিশ বিরোধী আন্দোলন এর জন্য নিহত হিসেবে ২৯ জন এর তালিকা দামী পাথরে খোদাই করা। আশ্চর্য্য হয়ে লক্ষ্য করলাম সে তালিকার সকলে হিন্দু। তাহলে কি বৃটিশদের বিরুদ্ধে মুসলমানরা কোনো আন্দোলন করেনি, শহীদ হয়নি?

খেলাফত আন্দোলন, বালাকোট, সিতানা ও শামেলী-এর রক্তক্ষয়ী সংগ্রাম কি মিথ্যা? ১৮৫৭ সালের রক্তাক্ত সিপাহী বিদ্রোহ?

মূলত হিন্দুদের বিশ্বাসঘাতকতার কারণেই ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক একশত বছর পরে সে হিন্দুদের বিশ্বাসঘাতকতার কারণেই সিপাহী বিদ্রোহ সফল হয়নি। বৃদ্ধ নবাব বাহাদুর শাহ এর বড়পুত্র মির্জা মোঘলকে অতি নির্মমভাবে হত্যা করা হয়। নবাব এর অন্যান্য সকল পুত্র ও নাতিদেরকেও গ্রেফতারের পরপরই হত্যা করা হয়। অসংখ্য বিদ্রোহীকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয় বর্তমান বাহাদুর শাহ নামক পার্কে। শহীদদের এ আত্মত্যাগ বৃথা যায়নি। সিপাহী বিদ্রোহের চেতনায় জাগ্রত হয়েই এ অঞ্চলের লোকজন পরবর্তীতে অত্যাচারী বৃটিশদের এ উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য করেছিল।

ইতিহাস বিকৃতকারী মিথ্যাবাদীরা জানেনা, শাক দিয়ে মাছ ঢাকা যায়না। সত্য একসময় প্রকাশ হবেই।

ইতিহাস কথা বলে, বলছে, বলবেই,

জনগণ সত্যিটা জানে, জানছে, জানবেই।

সত্যের সূর্যটা ধীরে ধীরে হচ্ছে উদয়,

অতি আসন্ন হয়ে আসছে মিথ্যার পরাজয়।




বিষয়: রাজনীতি

১৩০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213883
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : হে হে হে । ইতিহাস আবার অবিকৃত ছিলো কবে দাদা ? অধিকাংশ ইতিহাস বিকৃত ঘটনা হিসেবেই উঠে আসে । তবে সরকার যখন ইচ্ছাকৃতভাবে এসব ঘটনার সাথে জড়িত থাকে তখনও কিভাবে জানি দুই একটা সত্য টিকে যায় অলৌকিক ভাবে । ধন্যবাদ ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৪
162490
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের সজাগ হতে হবে। কলমকে অস্ত্র বানিয়ে রুখে দিতে হবে সকল ইতিহাস বিকৃতি।
213884
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
হতভাগা লিখেছেন : এক জায়গায় আছে বৃটিশবিরোধী আন্দোলনে নিহতদের নাম , আরেক জায়গায় আছে ১ম বিশ্বযুদ্ধে নিহতদের নাম ।

জটিল একটা অন্চল । পুরাই মাথা নষ্ট ।
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
162184
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম, আপনি ও গিয়েছিলেন তাহলে।
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৬
162196
হতভাগা লিখেছেন : না ভাই, কোনটাতেই যাই নাই ।

একটা আছে ওয়ার সেমিটারি ( চট্টগ্রামে) ১ম বিশ্বযুদ্ধের , আরেকটা আপনার পোস্টে পেলাম (সেগুন বাগিচাতে) তারও আগের।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
162491
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের সজাগ হতে হবে। কলমকে অস্ত্র বানিয়ে রুখে দিতে হবে সকল ইতিহাস বিকৃতি।
213896
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তথ্যপ্রযুক্তির গ্লোবালাইজেশনের এ যুগে ইতিহাস বিকৃতকারীরা হাদারাম-বায়ালাবাক্কু হিসেবে চিহ্নিত হবেন।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৬
162497
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের সজাগ হতে হবে। কলমকে অস্ত্র বানিয়ে রুখে দিতে হবে সকল ইতিহাস বিকৃতি।
213904
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৮
নেহায়েৎ লিখেছেন : এনায়েত আলী বেলায়েত আলীর ইতিহাস ওরা পড়েনি। আর এই যে এই বইটা পড়েন লেখক দলিলসহ কিছুটা তুলে ধরেছেন বৃটিশদের সাথে হিন্দুদের দালালির কথা আর মুসলমানরা কতটুুকু আন্দোলন করেছে তারও কিঞ্চিত কথা।
http://islaminonesite.wordpress.com/.../ulta-bujhilo-ram.../


২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
162493
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের সজাগ হতে হবে। কলমকে অস্ত্র বানিয়ে রুখে দিতে হবে সকল ইতিহাস বিকৃতি।
213998
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইভাবে বিকৃত ইতিহাস শুধু যাদুঘরেই নয় বরং পাঠ্য বইতেও লিখা হচ্ছে। সিপাহি বিপ্লবের ইতিহাসে লিখা হচ্ছে মঙ্গল পান্ডের কথা। কিন্তু চট্টগ্রামের হাবিলদার রজব আলির কথা কিংবা যার নেতৃত্বে রায়বেরিলিতে বিপ্লব শুরু হয়েছিল সেই জেনারেল বখত খানের কথা লিখা হয়না। সূর্যসেন কে নিয়ে খামাখা মাতামাতি করা হয়। অথচ সন্ত্রাসবাদি এই ব্যাক্তিকে নিয়ে তখনকার হিন্দু শিক্ষিত শ্রেনিও কোন ভাল কথা লিখে যাননি।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৬
162495
প্রেসিডেন্ট লিখেছেন : হাবিলদার রজব আলীর কথা একবার সাঈদী সাহেব এর ওয়াজে শুনেছিলাম। উনার সম্পর্কে একটু বিস্তারিত জানালে বাধিত হবো।

সূর্যসেন ছিল লুটেরা সন্ত্রাসী।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৯
162513
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চট্টগিরামের প্যারেড ময়দানের নাম একবার পরিবর্তন কইরা শহীদ রজব আলী নাম রেখেছিল বলে হুনেছিলুম। মাগার চাটগাইয়া পোলাফাইন সব এ্যধুনিক হইয়া গেলো। রবজ আলীদের নাম ভুইল্যা গজব সেনদের নামই আওড়াতে ব্যস্ত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File