চলছে ইতিহাস বিকৃতির মহোৎসব, গর্জে উঠো দেশপ্রেমিক
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৭ এপ্রিল, ২০১৪, ০১:১৯:৩৯ দুপুর
সেদিন কর্মসূত্রে সেগুনবাগিচায় গিয়েছিলাম। যে অফিসে গিয়েছিলাম তার পাশেই মুক্তিযুদ্ধ জাদুঘর। কাজশেষে ঢুঁ মারলাম। ইতিহাস বিকৃতি দেখে তাজ্জব হয়ে গেলাম।
সেখানে একটি কক্ষে কাঁচঘেরা আলমারিতে শোভা পাচ্ছে বৃটিশ বিরোধী আন্দোলন এর জন্য নিহত হিসেবে ২৯ জন এর তালিকা দামী পাথরে খোদাই করা। আশ্চর্য্য হয়ে লক্ষ্য করলাম সে তালিকার সকলে হিন্দু। তাহলে কি বৃটিশদের বিরুদ্ধে মুসলমানরা কোনো আন্দোলন করেনি, শহীদ হয়নি?
খেলাফত আন্দোলন, বালাকোট, সিতানা ও শামেলী-এর রক্তক্ষয়ী সংগ্রাম কি মিথ্যা? ১৮৫৭ সালের রক্তাক্ত সিপাহী বিদ্রোহ?
মূলত হিন্দুদের বিশ্বাসঘাতকতার কারণেই ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক একশত বছর পরে সে হিন্দুদের বিশ্বাসঘাতকতার কারণেই সিপাহী বিদ্রোহ সফল হয়নি। বৃদ্ধ নবাব বাহাদুর শাহ এর বড়পুত্র মির্জা মোঘলকে অতি নির্মমভাবে হত্যা করা হয়। নবাব এর অন্যান্য সকল পুত্র ও নাতিদেরকেও গ্রেফতারের পরপরই হত্যা করা হয়। অসংখ্য বিদ্রোহীকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয় বর্তমান বাহাদুর শাহ নামক পার্কে। শহীদদের এ আত্মত্যাগ বৃথা যায়নি। সিপাহী বিদ্রোহের চেতনায় জাগ্রত হয়েই এ অঞ্চলের লোকজন পরবর্তীতে অত্যাচারী বৃটিশদের এ উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য করেছিল।
ইতিহাস বিকৃতকারী মিথ্যাবাদীরা জানেনা, শাক দিয়ে মাছ ঢাকা যায়না। সত্য একসময় প্রকাশ হবেই।
ইতিহাস কথা বলে, বলছে, বলবেই,
জনগণ সত্যিটা জানে, জানছে, জানবেই।
সত্যের সূর্যটা ধীরে ধীরে হচ্ছে উদয়,
অতি আসন্ন হয়ে আসছে মিথ্যার পরাজয়।
বিষয়: রাজনীতি
১৩০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জটিল একটা অন্চল । পুরাই মাথা নষ্ট ।
একটা আছে ওয়ার সেমিটারি ( চট্টগ্রামে) ১ম বিশ্বযুদ্ধের , আরেকটা আপনার পোস্টে পেলাম (সেগুন বাগিচাতে) তারও আগের।
http://islaminonesite.wordpress.com/.../ulta-bujhilo-ram.../
সূর্যসেন ছিল লুটেরা সন্ত্রাসী।
মন্তব্য করতে লগইন করুন