ছন্নছাড়া আমি

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ১০ এপ্রিল, ২০১৪, ১১:৫০:২১ রাত

টিনের চালের ছিদ্রগুলো দিন দিন বেড়ে চলেছে ।

ওপরের সিলিংফ্যানের সাথী হয়েছে ছিদ্রদিয়ে আসা রোদ ।

ঘরের কোণে চিৎ হয়ে থাকা তেলাপোকাও আর নড়ছে না,

থেমে গেছে তার উপুড় হওয়ার প্রাণপন চেষ্টা ।

তার জীবনবায়ু কোথায় গেছে?

স্বর্গে না নরকে?

একটুআগে ঘরের বিড়ালটা উকিদিয়ে এসে খোঁজ নিয়ে গেছে !

হ্যা,এখনো আমি পিঁপড়া গণনায় ব্যস্ত ,

সারি ধরে তারা চলেছে দেয়ালের ফাটলে ।

মৃত পতঙ্গের শরীর ব্যবচ্ছেদে নাকি খাবারের খোঁজে?

আমার দিগন্তের ছায়া এসে নেমেগেছে চুনরঙ করা এই দেয়ালে ।

কতদিন ধরে এখানে আমি?

ও হ্যা, ছন্নছাড়া জীবনের তো কোন হিসাবই থাকতে নেই ।।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205894
১০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৭
205916
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৫
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Sad Sad Sad
Broken Heart Broken Heart Broken Heart
Day Dreaming Day Dreaming Day Dreaming
205920
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
নূর আল আমিন লিখেছেন : ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
154866
তাবিজ বাবা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File