আমার বাবা
লিখেছেন লিখেছেন হাসান জামিল ১০ এপ্রিল, ২০১৪, ১১:৪৯:১৯ রাত
দুই.
বড়দের সম্মান ও ছোটদের স্নেহ এটা আমার বাবার অন্যতম শিক্ষা। আমাদের ভাই বোনদের মধ্যে বড়দের কাকে কী নামে ডাকবে তার একটা নির্দেশনা দেয়া ছিলো মা আর বাবার যৌথ পরামর্শে। যেমন বড় ভাইকে নেভাই(মিয়া ভাই), মেঝো ভাইকে দাদে, ৩য় ভাইকে ছোটভাই, ৪র্থ ভাইকে ভাইয়া, আর ছোটটি সবার ছোট ছিলো বলে ওকে কারও কিছু ডাকতে হতোনা।
বোনদের মধ্যে বড় বোন কে বুয়া, মেঝো বোনকে বড়আপা, ৩য় বোনকে ছোটআপা ৪র্থ বোনকে আপু ডাকতে হবে। ছোটরা বড়দের নাম ধরে ডাকা ও ছোট বড় কাউকে কোনো ব্যঙ্গ নামে ডাকার বিচার ছিলো খুবই কঠোর।
এ সিদ্ধান্ত সবাই মেনে নিলেও ২টি ভাইবোন একটু আড়ালে আবডালে নাম ধরে ডাকতো, বিষয়টি বাবার কানে গেলে ঐ দুইজনকে বেদম প্রহার করলো এরপর আর কোনো দিন এমন হয়নি। এই প্রথম প্রহার করতে দেখলাম বাবাকে । তিনি সহজে কাউকে প্রহার ও বকা দিতেননা।
[চলবে]
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি নতুন স্টাইল রয়েছে আপনার লেখায়!
এগিয়ে চলুন...
মন্তব্য করতে লগইন করুন