আমার বাবা
লিখেছেন লিখেছেন হাসান জামিল ২৭ মার্চ, ২০১৪, ০৬:৩৭:৩৩ সকাল
এক.
বাবার ১ম উপদেশ ছিলো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। অর্থাৎ আল্লাহ তোমার কাছে উপস্থিত, আল্লাহ তোমাকে দেখেন।
২য় উপদেশ ছিলো তোমার যা কিছু দরকার তা আল্লাহর কাছে চাও।
৩য় উপদেশ কারও কিছু না বলে বা চুরি করলে আল্লাহ তোমার হাত কেটে দিবেন।
এই কথা গুলো আমাদের প্রত্যেক ভাইবোনদের হৃদয়ে গেঁথে দিয়ে দিলেন বাবা। এমন শিক্ষা কয়জন বাবা তাদের সন্তানদের দিয়ে থাকেন তা আমার জানা নাই। আমার বাবাকে কোনো দিন কাউকে গালি দিতে দেখি নাই। আমাদের ভাইবোন কেউ কাউকে গালী দিলে তার হিসাব বাবাকে দিতে হতো এবং প্রতি গালির জন্য একটি করে বেতের পিটুনি খেতে হতো। ভাত খাওয়ার সময় কে কয়টি ভাত ফেলতো তারও হিসাব দেয়া লাগতো বাবার কাছে। পাঁচ বছর বয়সে মক্তবে আরবী শিক্ষা ছিলো বাধ্যতামূলক। এরপর স্কুলে/মাদরাসায় পড়া লেখার ব্যাপারে কোনো রকম ছাড় ছিলোনা। বাবার সাথে সবাইকে নামাজ পড়তে হতো। ১০ বছর পাড় হলে বিছানা আলাদা পাশাপাশি নামাজের জন্য শাস্তির ব্যবস্থা থাকতো। সুতরাং ছোট থেকে এ শিক্ষা পাওয়ার কারনে আমাদের কেউ লাইনচ্যুত বা নৈতিকতার বাইরে যেতে পারেনি।
চলবে
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন