আমার কবিতার নাম
লিখেছেন লিখেছেন বিন হারুন ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:৩১:০৭ রাত
আমি একটি কবিতা লিখব
কবিতার নাম কি দেব
বলতে পারো?
"আমি তোমাকে ভালবাসি"
না, তা হবে না,
তোমাকে ভালবাসি তা বলার কি আছে?
এ-তো চির সত্য, পুরনো কথা.
তাহলে কবিতার নাম হবে
"আমার জীবন তুমি ছাড়া আঁধার"
না, তাও হবে না
কারণ তোমাকে ছাড়া কিছু কল্পনা হয়না
তাছাড়া চোখ বন্ধ করলেই আঁধার হয়,
আঁধারে যত কাছে তোমাকে পাই
তা কত সুখের বলবার নয়.
তাহলে কবিতার নাম কি হবে?
উফ! তোমাকে নিয়ে কিছু লিখতে চাইলে
লেখা হয়ে উঠে না,
তুমিই শুধু নেচে বেড়াও দু'চোখের তারায়
থাক আজ আর কবিতার নাম
দেওয়া হবে না.
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কাব্য।
আরে ভাই সমস্যা নাই
নাম নিয়ে চিন্তা নাই
খাই দাই কাম নাই
তাই.....
সূর্যের পাশেই হারিকেন জ্বালাই
অনেক অনেক ধন্যবাদ
ভালো লাগলো
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা.
মন্তব্য করতে লগইন করুন