বেঁচে আছি এই ঢের !

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:৩২:৪১ রাত

কেমন আছি এই অস্থির সময়ে ? ক্যামন ?

ভালো নাকি মন্দ ? নিশ্চিত করে সেকথা বলতে গেলে

করতে হবে এন্তার গবেষণা । তার চেয়ে শুনে নাও সহজ উত্তর

‘বেঁচে আছি এইতো ঢের !

আমি চরম হতাশা নিয়ে কোথাও বসে থাকি

সবকিছু বিদঘুটে লাগে

কতদিন যাওয়া হয়না দূরে কোথাও

কতদিন জুড়ায়না চোখ মধুপূর্ণিমায়

ভেজাইনা তপ্ত শরীর শীতল বৃষ্টিতে...

কতদিন হয়না হাঁটা অচেনা সড়কে

গভীর রাতে বন্ধুত্বের ঝালমুড়িতে হয়না মেশানো

ভালোবাসার চানাচুর । মুঠোয় মুঠোয় হয়না খাওয়া জীবনের গল্প

আত্মার আত্মীয়রা একে একে যাচ্ছে হারিয়ে

অলৌকিক সুতোর বাঁধন ডিঙ্গিয়ে- জীবনের প্রয়োজনে

সময়ের দেয়ালের ওপাশে !

এমনি করেই ভোর হয় । চোখ যায় দৈনিক পত্রিকার রঙ্গিন পাতায়

সেখানে লাল লাল ছবি । গতকালও যারা ‘মানুষ’ ছিল

আজ তারা হয়ে গেছে ‘লাশ’ !

আমি কেমন আছি , ক্যামন ?

উত্তর আসে হৃদয়ের বাম প্রকোষ্ঠ হতে

বুকের বামপাশে নিরন্তর ধুকধুক শব্দ জানিয়ে দেয়

‘বেঁচে আছি এইতো ঢের’ !

১৪-০১-২০১৪

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171090
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
আফরোজা হাসান লিখেছেন : হুমম..কখনো কখনো বেঁচে থাকাটাকেই অনেক বেশি কিছু মনেহয়!
তবে অন্ধরকার যেমন আলোর বার্তা বহন করে, হতাশার মাঝেও শোনা যায় আশার পদধ্বনি...... Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৬
124884
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
171103
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৭
124885
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।
171131
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
রাবেয়া রোশনি লিখেছেন : খুব সুন্দর লিখেছেন । ভালো লাগলো Happy
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
125424
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু ঠেংকু ।
171258
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর... Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
125425
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু ।
171352
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
125426
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু .।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
125427
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু .।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File