বেঁচে আছি এই ঢের !
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:৩২:৪১ রাত
কেমন আছি এই অস্থির সময়ে ? ক্যামন ?
ভালো নাকি মন্দ ? নিশ্চিত করে সেকথা বলতে গেলে
করতে হবে এন্তার গবেষণা । তার চেয়ে শুনে নাও সহজ উত্তর
‘বেঁচে আছি এইতো ঢের !
আমি চরম হতাশা নিয়ে কোথাও বসে থাকি
সবকিছু বিদঘুটে লাগে
কতদিন যাওয়া হয়না দূরে কোথাও
কতদিন জুড়ায়না চোখ মধুপূর্ণিমায়
ভেজাইনা তপ্ত শরীর শীতল বৃষ্টিতে...
কতদিন হয়না হাঁটা অচেনা সড়কে
গভীর রাতে বন্ধুত্বের ঝালমুড়িতে হয়না মেশানো
ভালোবাসার চানাচুর । মুঠোয় মুঠোয় হয়না খাওয়া জীবনের গল্প
আত্মার আত্মীয়রা একে একে যাচ্ছে হারিয়ে
অলৌকিক সুতোর বাঁধন ডিঙ্গিয়ে- জীবনের প্রয়োজনে
সময়ের দেয়ালের ওপাশে !
এমনি করেই ভোর হয় । চোখ যায় দৈনিক পত্রিকার রঙ্গিন পাতায়
সেখানে লাল লাল ছবি । গতকালও যারা ‘মানুষ’ ছিল
আজ তারা হয়ে গেছে ‘লাশ’ !
আমি কেমন আছি , ক্যামন ?
উত্তর আসে হৃদয়ের বাম প্রকোষ্ঠ হতে
বুকের বামপাশে নিরন্তর ধুকধুক শব্দ জানিয়ে দেয়
‘বেঁচে আছি এইতো ঢের’ !
১৪-০১-২০১৪
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে অন্ধরকার যেমন আলোর বার্তা বহন করে, হতাশার মাঝেও শোনা যায় আশার পদধ্বনি......
মন্তব্য করতে লগইন করুন