হজ্বের রাজনৈতিকতা এবং কমরেডদের মক্কা ভ্রমণ
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৬ অক্টোবর, ২০১৪, ১১:৫১:২৮ রাত
এবার কমরেড ইনু ও মেননের হজ্বে যাওয়া এবং লতিফ সিদ্দিকীর হজ্ব সম্পর্কিত প্রলাপের কারণে হজ্ব নিয়ে বেশ আলোচনা হচ্ছে ধর্মীয় গন্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও । হজ্বের একটি আহকাম চুল মুন্ডন। হজ্বে গিয়েও কমরেড মেনন তার চুল মুন্ডন করেননি । এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে । কিন্তু এই বিতর্ক খুব বেশি অগ্রসর হবার সুযোগ থাকে না যদি আমাদের কাছে এদের হজ্বের প্রকৃতিটা স্পষ্ট থাকে । মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের হজ্ব করার কারণটা সবসময় ধর্মীয় নয় । একটা বড় অংশের হজ্ব হলো রাজনৈতিক । হজ্ব করে এলে নামের সামনে আলহাজ্ব যোগ করা হয় । এটা তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বাড়িয়ে দেয় । গ্রহণযোগ্যতা সৃষ্টি করে । ভোটের বাজারে সুবিধা হয় । কারণ, সাধারণ মানুষের কাছে হজ্বের রাজনৈতিক দিকটা স্পষ্ট নয় । তারা হজ্বকে শুধুই ধর্মীয়ভাবে আধ্যাত্মিক অবস্থান থেকে চিন্তা করেন । সে কারণে হজ্ব করার পর হঠাৎ করে একজন মানুষের নিজের নাম হারিয়ে যায় 'হাজী সাহেবে'র আড়ালে । পৃথিবীর আর কোথাও হজ্বকারীরা নামের সামনে আলহাজ্ব লেখে কিনা আমার জানা নেই ।
এবার ইনু মেনন ছাড়াও হজ্বে গেছেন মাননীয় রাষ্ট্রপতি, গেছে ছাত্রলীগের সভাপতি । এদের হজ্ব যে পুরোমাত্রায় রাজনৈতিক এতে কোন সন্দেহ নেই । এখানে ধর্মের বালাই নেই । সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে, আলেমদের হত্যার চক্রান্ত করে, শাপলা চত্বরসহ সারাদেশে গনহত্যা চালিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রকে ক্যাম্পাসছাড়া করে, নির্যাতন করে, খুন করে, বছর শেষে হজ্ব করতে যাওয়া আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছুই নয় । হজ্বের উদ্দেশ্য হলো বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করা । সবাই এক আল্লাহর গোলাম, একই নবীর অনুসারী, এখানে আরব অনারব সাদা কালোয় ভেদাভেদ নেই-এই বোধ সৃষ্টি করা ও সতেজ রাখা । যারা নিজের দেশে মুসলিম ঐক্য তো দূরের কথা মুসলিম নিধনে ব্যস্ত তাদের এই হজ্ব স্রেফ রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছু ভাবার সুযোগ আছে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে বরং এটা আরো ভালো করেই বলা যায় । হজ্বের নামে কাবায় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গিয়েছিলেন । কোন পরিবর্তন কি হয়েছে তাঁর চিন্তাচেতনায় কিংবা জীবনযাত্রায়? অন্যরা কেউ কি তাঁদের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের মতাদর্শ থেকে সরে এসেছেন ? ক্ষমতায় থেকে ইসলামের কোন হুকুম কি জারি করেছেন ? উত্তর-না । আসল কথা হচ্ছে, এরা তো হজ্বে যাননি, এরা গিয়েছিলেন কাবা 'ভ্রমনে' । এবং সেটা ছিল সম্পূর্ণরুপে রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশলমাত্র ।
বিষয়: রাজনীতি
১৪৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লিখার সারমর্ম হিসাবে যথার্থ হয়েছে কমেন্ট টি।
মন্তব্য করতে লগইন করুন