তবুও ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৯ জুলাই, ২০১৪, ১২:২২:২১ দুপুর
মন ভালো নেই তবুও জানাই
ঈদ মোবারক ঈদ
দুআ করো সবার জন্য
বন্ধু ও সুহৃদ ।
ফিলিস্তিনে মরছে মানুষ
ইজরায়েলের বোমায়
গাজা গেল রক্তে ভেসে
বিশ্ববিবেক ঘুমায় ।
চীন হতে ঐ আসছে ভেসে
উইঘুরদের কান্না
কেমন করে খুশি মনে
করবো সেমাই রান্না ?
আরাকানের মুসলিমদের
শুনছি আহাজারি
কেমন করে ওদের ছাড়া
ঈদ করতে পারি ?
পথে আজো কত অসহায়
বৃদ্ধ শিশু নারী
পরনে তাদের ছেঁড়া জামা
ছিন্ন তালি শাড়ি ।
ছেলেহারা মায়ের কান্না
আসছে হাওয়ায় ভেসে
ঈদের খুশি কোথায় বলো
মিশর বাংলাদেশে ?
মন ভালো নেই তবুও জানাই
ঈদ মোবারক ঈদ
দোয়া করো সবার জন্য
বন্ধু ও সুহৃদ ।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তিও কল্যাণ কামনা করছি ।
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তি ও কল্যাণ কামনা করছি ।
মন্তব্য করতে লগইন করুন