ফেব্রুয়ারী মাসের বইমেলা এবং ব্লগারদের বই প্রকাশে অংশ গ্রহণ

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:০৫:৪৪ রাত

তথ্যপ্রযুক্তির যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তের এই যুগে এখন চিন্তাশীল মানুষের চিন্তাতে যেমন ডাইনামিকভাবে বিকাশ ঘটছে তেমনি তাদের সৃজনশীলতা ও সৃষ্ট সাহিত্যেরও ব্যাপক প্রসার ও বিস্তার লাভ করছে দ্রুত গতিতে।

আজ থেকে বার বছর আগের কথাও যদি আমরা চিন্তা করি তখন লেখক ও চিন্তাশীল মানুষের পরিচিতি ও নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে এই জগতে মোটামোটি একটি অবস্থান তৈরী করা ছিল যতেষ্ট সময় সাপেক্ষ। এক্ষেত্রে ব্যক্তির চিন্তাশীলতার গভীরতাও নিজের পরিচিতি বাড়ানোর পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো।

অথচ বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যপ্রযুক্তিয়ানের সুবাধে সহজেই একজন মানুষ তার চিন্তাভাবনাগুলোর দ্রুত শেয়ার করতে পারছে ।এরই সুযোগে আজ আমাদের আফসোস করতে হচ্ছে না একাডেমিক্যালী উচ্চতর পর্যায়ে কোন প্রতিভাবান যেতে না পারলেও তার প্রতিভা থেকে দেশ ও জাতি আগের মত তেমন বঞ্চিত হতে হচ্ছে না। তার চিন্তাভাবনা ও প্রতিভার বিকাশ আজ অনলাইনের মাধ্যমে অনেকেই শেয়ার করতে পারছে।

ইন্টারনেট ব্যবহারের সুবাদে আমার মত অজপড়া গায়ের লোকও অনেক মেধাবী ও প্রতিভাবান চিন্তাশীল ব্যক্তিত্বের চিন্তাভাবনা থেকে অনেক কিছুই শিখতে পারছি। ব্লগার হতে না পারলেও অন্তত বেধাবী প্রতিভাবান লেখক/ব্লগারদের লেখা পড়ার সুযোগ পাচ্ছি।

শুধু কি তাই! তাদের চিন্তাভাবনার সাথে নিজেও কোন কোন সময় মন্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারছি। এতে করে আমিও তো অন্তত কিছু না কিছু লিখছি। মন্দ কি? হয়তো আজকের ব্লগার/লেখকদের মত ভাল মানের বই লিখতে পারবো না। তাতে কি হয়েছে? লেখক/ব্লগারদের লেখা পড়ে অন্তত নিজের মতামত তো জানাতে পারছি।

অতএব আমিও দাবী করতে পারি আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই।

বিষয়: বিবিধ

১৫১২ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171076
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৩
লোকমান লিখেছেন : আপনার সাথে সূর মিলিয়ে বলছি আমিও দাবী করতে পারি আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৬
125038
আহমদ মুসা লিখেছেন : প্রথম মন্তব্যেকারী হিসেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
171083
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার বলেছেন আমার আমিও দাবী করতে পারি আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই।
যারা বই প্রকাশ করেছেন তাদের মোবারকবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
125037
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আমিও অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত ব্লগার বই লেখার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও লব্ধ জ্ঞানের শেয়ার অন্যদের সাথে করছেন তাদেরকে।
171212
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৯
ইমরান ভাই লিখেছেন : আমার মন্তব‍্য কে বই বলা যায় না :( কি যে সব মন্তব‍্য করি :(
তবে আপনার মন্তব‍্য গুলো কে বই বলা যায়। Big Grin
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১১
125036
আহমদ মুসা লিখেছেন : ড. কাজী দ্বীন মুহাম্মদের একটি উক্তি মনে পড়ছে- বিদ্যা বিনয় জননী, বিনয়ে জয়, অহংকারে ক্ষয়।আপনি যা বলছেন নিজের ব্যাপারে সেটা হচ্ছে আপনার বিনয়ী ও ভদ্রতা। আপনার মন্তব্যকে আপনি বইয়ের সাথে তুলনা নাও করতে পারেন। তাতে আপনি যে একজন জ্ঞানী ব্যক্তি তারই প্রকাশ পাচ্ছে। আপনার মন্তব্যের যারা পাঠক তাদের কাছে বইয়ের মতই মনে হয়। আন্তত আমার কাছে তো তাই মনে হয়।
আরেকটি বিষয় হচ্ছে আমার মন্তব্যগুলোকে বই বলা যায় না। নিজের মন্তব্যকে বই বলে দাবী করে একান্ত আত্মতুষ্টির ডেকুর তুলছি আর কি!
171238
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৩
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৯
125028
আহমদ মুসা লিখেছেন : Good Luck Good Luck Applause Applause মেডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
171252
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রায়ই আপনি যে লম্বা মন্তব্য করেন তা বই মনে হয়।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
125041
আহমদ মুসা লিখেছেন : অল্প কথায় মনের ভাব প্রকাশের যোগ্যতা নেই। তাই মন্তব্যটা একটু লম্বা হয়ে যায় আর কি!
171265
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
আবু আশফাক লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
125042
আহমদ মুসা লিখেছেন : যাগগে বাবা এবার বাচাঁ গেল। অন্তত রেডিমেইড হলেও মন্তব্য এক্কান পাওয়া গেল।
ধন্যবাদ আবু আশফাক ভাইকে মূল্যবান মন্তব্য করার জন্য।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৪
125108
আবু আশফাক লিখেছেন : আপনার আক্ষেপ দেখে মনে হচ্ছে- আমি কখনও আপনার কুটিরে আসিই না!
আসলে আপনার মতো সুন্দর করে মন্তব্য করতে পারি না, বিধায় ছো্ট্ মন্তব্য করে শুধু সাথে থাকার প্রচেষ্টা চালাই।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২১
125476
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খোচাঁ মেরে গ্যাঞ্জাম সৃষ্টি না করলে বোধ হয় রস খস তেমন বাহির হয় না।
171272
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার লেখা খুবই মানসম্মত হয়। আপনার মন্তব্যগুলোও বেশ গঠনমূলক। আশা করছি কিছুদিন পরে আমরা আপনার লেখা বই পড়বো। Happy Rose Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
125047
আহমদ মুসা লিখেছেন : বলেন কি? আমার মত অধমের লেখা আবার মানসম্মত হয় নাকি? আপনার এই আশা পূরণ হবে কিনা আমার জানা নেই।
আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
171295
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
ইক্লিপ্স লিখেছেন : আপনার সুন্দর অনুভূতিকে স্বাগত জানাই।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
125088
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের মত সেলিব্রিটি ব্লগার/লেখিকাদের আমাদের মত অধমদের ব্লগ পাতায় আগমন দেখলে সত্যিই দারুণ পুলুকিত হই।
171354
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
125125
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
171377
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
বিন হারুন লিখেছেন : নিজের মতামত জানাতে পারছি তা কম কিসে? অনেক ভাল লাগল Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
125140
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক মোবারকবাদ। সামাজিক যোগাযোগের উন্মুক্ত মাধ্যমগুলোর কল্যাণে আজ কত ঘুমন্ত প্রতিভা জেগে উঠছে। নগর সভ্যতাকে ছাড়িয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত আজ বিস্তৃত ঘটছে।
১১
171419
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
egypt12 লিখেছেন : সকল হকপন্থী ব্লগারের সফলতা কামনা করি
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
125185
আহমদ মুসা লিখেছেন : অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আমিও চাই যারা হক ও ন্যায়ের পক্ষে, ইনসাফ ও আদলের পক্ষে, মানবতা ও মজলুমের পক্ষে তাদের কলমে যেন মহান আল্লাহ আরো শক্তি বাড়িয়ে দেন।
১২
171479
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
সিকদারর লিখেছেন : আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই।।
আপনার এই উক্তির সাথে আমি সহমত। কারন আপনি আপনার প্রতিটি মন্তব্য লেখার সময় যে পরিশ্রম করেন তা অনেকে পোষ্ট লেখার সময়ও করে না। তাই যে কোন ব্লগার তার পোষ্টে আপনার মন্তব্য পাওয়ার জন্য উম্মুখ হয়ে থাকে। আমি মনে করি আপনি যে কোন ব্লগের জন্য একজন পরিশ্রমী ও মূল্যবান ব্লগার। কামনা করি আপনার ব্লগাচারনা আরও বর্ধিত হোক ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
125243
আহমদ মুসা লিখেছেন : কি যে বলেন সিকদার ভাই! আসলে আমার এই উক্তি হচ্ছে নিজে কিছু লেখার অযোগ্যতা বুঝানোর জন্য। হে আল্লাহ সবাই দেখি হিতে বিপরীত বুঝতেছে!!! আমার নিজের মাথায় এমনিতেই গিলু বলতে কিছুই নেই। বই পুস্তক লেখার মত এতো জটিল ও মহান কাজ যে আমার দ্বারা সম্ভব নয় সে কথাটিই বুঝানোর চেষ্টা করেছি। যেহেতু বই পুস্তক লেখার যোগ্যতা নেই তাই নিজের মন্তব্যের প্রশাংসা নিজে করেই আত্মতৃপ্তির ডেকুর তোলা আর কি?
আপনার কামনার সাথে আমিও দোয়ায় শরীক হলাম- আমীন। অধমের ব্লগ পাতায় আগমনের জন্য হাজারো সেলিউট রইল।
১৩
171608
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
প্রিন্সিপাল লিখেছেন : বিদ্যা বিনয় জননী, বিনয়ে জয়, অহংকারে ক্ষয়।

কথাটি একেবারেই সতি। যা আহমদ মুসা ভাই একজন মনিষির কথা হিসেবে উল্লেখ করেছেন।

লেখককে লেখাটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
125478
আহমদ মুসা লিখেছেন : প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মনিষী ড. কাজী দ্বীন মুহাম্মদের এই উক্তিটি মাধ্যমিক লেভেলে পড়াবস্থায় বাংলা সাহিত্যের বইতে পড়েছিলাম। স্মৃতিশক্তি দুর্বল বিধায় কোন শ্রেণীতে পড়েছিলাম তা মনে করতে পারছি না। কথাটিই শুধু মনে আছে। মানুষ দুনিয়া থেকে চলে যায় কিন্তু থেকে যায় তার সৃষ্টি। যদি মানুষের সৃষ্টি অমরত্ব লাভ করে তবে কতই না ভাগ্যবান তিনি। তার সৃষ্টি থেকে দুনিয়ার মানুষ যদি ইতিবাচকভাবে উপকৃত হয় এবং তিনি দুনিয়া থেকে না ফেরার পথে সফরের সময় যদি ঈমানের সাথে রাওয়ানা দিতে পারেন তবে তার সৃষ্টি যতদিন বেচে থাকবে ততদিনই তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে তার পাশে থাকবে। ড. কাজী দ্বীন মুহাম্মদের রূহের মাগফিরাত কামনা করছি।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
125627
প্রিন্সিপাল লিখেছেন : আমরা ভাই আহমদ মুসা ও সকল ভাইদের জন্য দোয়া করি তারা যেন সবাই এমন কিছু আমল করে যেতে পারেন, যেগুলি মৃত্যুর পরও চলমান থাকবে।
বিশেষ করে আমাদের লেখাগুলি হোক সেই নিয়মের ও সেই নিয়তেই।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন আমীন।
১৪
171795
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান আপনার কলমে যেন মহান আল্লাহ আরো শক্তি বাড়িয়ে দেন। আমিন। Praying Praying Praying
এরচেয়ে বেসি মন্তব্য আমার দ্বারা হবেনা।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৪
125546
আহমদ মুসা লিখেছেন : আপনার মত আল্লাহর বান্দাদের দোয়ায় আমার মত নালায়েক বান্দাও শরীক হলাম-আমীন
এর চেয়ে ভাল মন্তব্যে আমার দ্বারাও হবে না।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
131941
প্রবাসী মজুমদার লিখেছেন : ছুম্মা আমীন। আজকের এ কঠিন সময়ে যদি এ কলম হতে বের হওয়া কালি কোন বান্দার হৃদয়ে ইসলামের জন্য এতটুকু শান্তনা যোগায় তাতেই বা কম কিসে?

হৃদয়ে শব্দের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু কেন জানি উগলে বের হচ্ছে। এ সব যাতনায় বেচে আছি।

ধন্যবাদ।
১৫
178913
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যিই এটি এখন এক অবিশ্বাস্য বাস্তবতা। ভাবতে অবাক লাগে। অথচ আমরা সেই যুগান্তকারী সময়ের সাহসী সৈনিক হয়ে ব্রগে দৌড়ে বেড়াচ্ছি।

ধন্যবাদ আপনার সৃজনশীল লিখার জন্য।
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
138394
আহমদ মুসা লিখেছেন : আনোয়ার ভাই আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আসলেই বাস্তবতা এটাই। ছাত্র জীবনে আমরা কখনো কল্পনাই করতে পারিনি তথ্যপ্রযুক্তির কল্যাণে নিজের অনুভুতিটুকু অন্যের কাছে এতো সহজে শেয়ার করতে পারবো। ছাত্র জীবনে অনেক সহপাঠী বন্ধু-বান্ধব ছিল, বাল্যকালে শৈশবের অনেক বন্ধু-বান্ধব ছিল। কিন্তু কালের স্রোতে, বাস্তবতার নিরিখে অনেকেই হারিয়ে গেছে। আজ সামাজিক যোগাযোগের ডিজিটালায়নের কল্যাণে নিজের লালিত আদর্শ ও বিশ্বাসের কাছাকাছি এমন অনেক আত্মার আত্মীয়ের সাথে ভার্চুয়াল বন্ধনে আবদ্ধ হচ্ছি যা কখনো কল্পনায়ও ছিল না! রক্তের সম্পর্কে বলেন অথবা যে পরিবেশ পরিস্থিতিতে আমরা নিজেদেরকে এডজাস্ট করে নেয়ার ফলে অগনিত মানুষের সাথে কথা হয়, পরিচিত হই কিন্তু কতক্ষণই বা তা স্থায়ী হচ্ছে? অথচ সামাজিক যোযোগাজের এসব মাধ্যমের কল্যাণে আমরা একে অপরের কেউ না হলেও মনে হয় যেন অনেক কিছুই। ছয় মাস আগেও আমরা একে অপরকে চিন্তাম না, জানতাম না তার মননজগতের উত্তাল তরঙ্গ ডেউ। লেখালেখির মাধ্যমেই আমরা খুজে নিচ্ছি কার সাথে আমার চিন্তার ঐক্য আছে, মন মানসিকতার মিল আছে!
এতোদিন এই ব্লগটি ওপেন করিনি। তাই আপনার মন্তব্যেয় সাড়া দিতে একটু দেরী হলো।
১৬
188505
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
আওণ রাহ'বার লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ।
মুসা ভাই।
আমি কিন্তু রেহনুমা আপুর তিনটি বই কিনেছি আলহামদুলিল্লাহ ।
ইকি আপু এবং নোমান সাইফুল্লাহ ভাইয়ার বই কিনেছি।
আপনার বইটার অপেক্ষায় রইলাম।
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
139803
আওণ রাহ'বার লিখেছেন : আপনার মন্তব্য এবং
বইও চাই।
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
139804
আহমদ মুসা লিখেছেন : রেহনামা মেডামের মত বিখ্যাত লেখিকাদের বই তো আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। ইক্লিপ্স ও নোমান সাইফুল্লাহ ভাইয়ের বই কেনার বা পড়ার এখনো সুযোগ হয়নি। কোন দিন সুযোগ হলে হয়তো হাতছাড়া করবো না।
সর্বশেষ কি যেন বললেন? আমার চোখে তো ঝাপসা দেখতেছি রে ভাই!!! কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। মনে হয় ফকিরের কাছে ভিক্ষা চাইতে আসলেন?
আমি লেখক ট্যাকক কেউকেটা নই যে আমার বইয়ের অপেক্ষায় থাকবেন। তবে দোয়া করবেন যেন একজন ধর্য্যশীল যোগ্য পাঠক হতে পারি। আমার জানা নেই আপনার অপেক্ষার পালা শেষ হবে কি না।
০৭ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
139812
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
১৭
211011
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৪২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সুন্দর অনুভূতির সাথে একমত।
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪০
159453
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ। অনেক পর বোধ হয় আমার এ ব্লগটিতে পরিদর্শনে আসলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File