ফেব্রুয়ারী মাসের বইমেলা এবং ব্লগারদের বই প্রকাশে অংশ গ্রহণ
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:০৫:৪৪ রাত
তথ্যপ্রযুক্তির যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তের এই যুগে এখন চিন্তাশীল মানুষের চিন্তাতে যেমন ডাইনামিকভাবে বিকাশ ঘটছে তেমনি তাদের সৃজনশীলতা ও সৃষ্ট সাহিত্যেরও ব্যাপক প্রসার ও বিস্তার লাভ করছে দ্রুত গতিতে।
আজ থেকে বার বছর আগের কথাও যদি আমরা চিন্তা করি তখন লেখক ও চিন্তাশীল মানুষের পরিচিতি ও নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে এই জগতে মোটামোটি একটি অবস্থান তৈরী করা ছিল যতেষ্ট সময় সাপেক্ষ। এক্ষেত্রে ব্যক্তির চিন্তাশীলতার গভীরতাও নিজের পরিচিতি বাড়ানোর পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো।
অথচ বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যপ্রযুক্তিয়ানের সুবাধে সহজেই একজন মানুষ তার চিন্তাভাবনাগুলোর দ্রুত শেয়ার করতে পারছে ।এরই সুযোগে আজ আমাদের আফসোস করতে হচ্ছে না একাডেমিক্যালী উচ্চতর পর্যায়ে কোন প্রতিভাবান যেতে না পারলেও তার প্রতিভা থেকে দেশ ও জাতি আগের মত তেমন বঞ্চিত হতে হচ্ছে না। তার চিন্তাভাবনা ও প্রতিভার বিকাশ আজ অনলাইনের মাধ্যমে অনেকেই শেয়ার করতে পারছে।
ইন্টারনেট ব্যবহারের সুবাদে আমার মত অজপড়া গায়ের লোকও অনেক মেধাবী ও প্রতিভাবান চিন্তাশীল ব্যক্তিত্বের চিন্তাভাবনা থেকে অনেক কিছুই শিখতে পারছি। ব্লগার হতে না পারলেও অন্তত বেধাবী প্রতিভাবান লেখক/ব্লগারদের লেখা পড়ার সুযোগ পাচ্ছি।
শুধু কি তাই! তাদের চিন্তাভাবনার সাথে নিজেও কোন কোন সময় মন্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারছি। এতে করে আমিও তো অন্তত কিছু না কিছু লিখছি। মন্দ কি? হয়তো আজকের ব্লগার/লেখকদের মত ভাল মানের বই লিখতে পারবো না। তাতে কি হয়েছে? লেখক/ব্লগারদের লেখা পড়ে অন্তত নিজের মতামত তো জানাতে পারছি।
অতএব আমিও দাবী করতে পারি আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা বই প্রকাশ করেছেন তাদের মোবারকবাদ।
তবে আপনার মন্তব্য গুলো কে বই বলা যায়।
আরেকটি বিষয় হচ্ছে আমার মন্তব্যগুলোকে বই বলা যায় না। নিজের মন্তব্যকে বই বলে দাবী করে একান্ত আত্মতুষ্টির ডেকুর তুলছি আর কি!
ধন্যবাদ আবু আশফাক ভাইকে মূল্যবান মন্তব্য করার জন্য।
আসলে আপনার মতো সুন্দর করে মন্তব্য করতে পারি না, বিধায় ছো্ট্ মন্তব্য করে শুধু সাথে থাকার প্রচেষ্টা চালাই।
আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
আপনার এই উক্তির সাথে আমি সহমত। কারন আপনি আপনার প্রতিটি মন্তব্য লেখার সময় যে পরিশ্রম করেন তা অনেকে পোষ্ট লেখার সময়ও করে না। তাই যে কোন ব্লগার তার পোষ্টে আপনার মন্তব্য পাওয়ার জন্য উম্মুখ হয়ে থাকে। আমি মনে করি আপনি যে কোন ব্লগের জন্য একজন পরিশ্রমী ও মূল্যবান ব্লগার। কামনা করি আপনার ব্লগাচারনা আরও বর্ধিত হোক ।
আপনার কামনার সাথে আমিও দোয়ায় শরীক হলাম- আমীন। অধমের ব্লগ পাতায় আগমনের জন্য হাজারো সেলিউট রইল।
কথাটি একেবারেই সতি। যা আহমদ মুসা ভাই একজন মনিষির কথা হিসেবে উল্লেখ করেছেন।
লেখককে লেখাটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
বিশেষ করে আমাদের লেখাগুলি হোক সেই নিয়মের ও সেই নিয়তেই।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন আমীন।
এরচেয়ে বেসি মন্তব্য আমার দ্বারা হবেনা।
এর চেয়ে ভাল মন্তব্যে আমার দ্বারাও হবে না।
হৃদয়ে শব্দের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু কেন জানি উগলে বের হচ্ছে। এ সব যাতনায় বেচে আছি।
ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সৃজনশীল লিখার জন্য।
এতোদিন এই ব্লগটি ওপেন করিনি। তাই আপনার মন্তব্যেয় সাড়া দিতে একটু দেরী হলো।
মুসা ভাই।
আমি কিন্তু রেহনুমা আপুর তিনটি বই কিনেছি আলহামদুলিল্লাহ ।
ইকি আপু এবং নোমান সাইফুল্লাহ ভাইয়ার বই কিনেছি।
আপনার বইটার অপেক্ষায় রইলাম।
বইও চাই।
সর্বশেষ কি যেন বললেন? আমার চোখে তো ঝাপসা দেখতেছি রে ভাই!!! কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। মনে হয় ফকিরের কাছে ভিক্ষা চাইতে আসলেন?
আমি লেখক ট্যাকক কেউকেটা নই যে আমার বইয়ের অপেক্ষায় থাকবেন। তবে দোয়া করবেন যেন একজন ধর্য্যশীল যোগ্য পাঠক হতে পারি। আমার জানা নেই আপনার অপেক্ষার পালা শেষ হবে কি না।
মন্তব্য করতে লগইন করুন