লাল রাত্রি
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৯ এপ্রিল, ২০১৪, ০১:১৮:৪২ রাত
লাল রাত্রি
ঝিঝি পোকা-চাঁদ-মিটিমিটি-তারা
কিংবা জোনাক পোকা নেই এখান-এ ।
এ রাত্রির শেষ কোথা কে জানে ?: : : :
শেষ হোক এ রাতের এবার-এ ।
এ রাত আর যেন কবু না নামে ,
এ মিনতি হোক সবার সবখান-এ ।
লাল রাত্রি
পশ্চিম কোণে লাল আভা ছড়ায়-এ
ডুবে যায় রবি নীল আকাশের গায়ে ।
অন্ধকারের হাতছানি যায় দিয়ে ,
আলোর দাপট ম্লান করে রাত নামে ।
চাঁদ মামা ,মিটিমিটি তারা হেঁসে উঠে;
ঝোনাকিরা উড়ে ,ঝিঝিপোকা ডেকে উঠে ।
শেয়াল ডাকে হুয়াক্কা কাশবন-এ,
পথচারী বলে চাঁদ যাচ্ছে মোর সাথে ।
গেঁয়ো মা’র অবুঝ শিশু বায়না ধরে,
এনে দাও চাঁদ মামা হোক যেই করে ।
হ্যাঁ এ রাত্রি আঁধার–কুতসিত–কালো,
আছে আকর্ষণ-সৌন্দর্য-মোহ ।
আমি এই রাতের কথা বলছি না,
বলছি লাল রাত্রির কথা, কালো না;
যে রাত্রি কালো না, লালে ভরা ।
যে রাত্রি নামে প্রতি পাঁচ বছরে ।
ঝিঝি পোকা-চাঁদ-মিটিমিটি তারা
কিংবা জোনাক পোকা নেই এখান-এ ।
এ রাত্রির শেষ কোথা কে জানে ?
শেষ হোক এ রাতের এবার-এ ।
এ রাত আর যেন কবু না নামে ,
এ মিনতি হোক সবার সবখান-এ ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন