ভালোবাসার মানুষকে বেশী সময় দিন !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৯ এপ্রিল, ২০১৪, ০৩:৫৬:১২ রাত

তার ভালোলাগা তার পছন্দকে প্রাধান্য দিন

যান্ত্রিকতা থেকে বের হয়ে এসে সংগীকে ভালোবাসুন

ভালোবাসার মানুষটিকে প্রথম যে গুন দেখে ভালোবেসেছেন সেগুলো তার সাথে শেয়ার করুন । ভালোবাসার মানুষটির সাথে খারাপ ব্যবহার ও অযথা মানসিক চাপ থেকে বিরত থাকুন । তার সাথে সব সময় রুমান্টিক গল্প করুন । তার সাথে ভালোভাবে কথা বলুন ও ভালো ব্যবহার করুন । অযথা যেকোনো সামান্য বিষয় নিয়ে কখনো তার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না । ভালোবাসার মানুষটি ভূল করলে শুধরে দিন । আপনার ব্যবহার দিয়ে তাকে জয় করুন । আগে মনযোগ দিয়ে আপনার ভালোবাসার মানুষটির কথা শুনুন ভালোবাসার প্রথম দিকে যেভাবে শুনতেন । নিজের সংগী বা নিজের স্ত্রী অথবা নিজের ভালোবাসার মানুষটির দোষ না খুজে তার ভালো দিকগুলো তার সাথে অথবা তার কাছের লোকদের সাথে শেয়ার করুন । প্রথম তাকে যেভাবে ভালোবেসেছেন এখনো চেষ্টা করুন সেভাবেই ভালোবাসতে । ভালোবাসার মানুষটির সাথে বন্ধুর মতো আচরন করুন । ভালোবাসার মানুষটিকে কটু কথা বলা থেকে বিরত থাকুন । তার প্রতি আস্থা রাখুন । তাকে সব সময় যেকোনো কাজে উতসাহ দিন । নিজের সংগীকে কখনো অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে কথা বলবেন না ভালো কথা বলে ভালো ব্যবহার দিয়ে তার আস্থা অর্জন করুন বা তার আস্থা ফিরিয়ে আনুন । ভালোবাসা বা সাংসারিক জীবনে জীবনসংগী বা ভালোবাসার মানুষটির প্রসংশা করুন তাকে কারো কাছে ছোট করবেন না ।

..........এম.এ.মামুন........

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214864
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : প্রতিদিন একবার বলুন, আই লাভ ইউ।
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
163202
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
216318
০১ মে ২০১৪ রাত ১১:৫৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : উদ্দেশ্যটা, মোর‌্যালটা ভালো।
০৪ মে ২০১৪ সকাল ০৫:৫৭
165288
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন আপু ।
255990
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
মামুন লিখেছেন : অনেক ভালো লাগলো কন্সেপ্টটি। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File