বিজয় বারতা.. ....................................
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৯ এপ্রিল, ২০১৪, ০৪:২০:৫৯ রাত
হে চোক্ষু-যূগল,
তোমার কাঁন্না-কাঁটি ক্ষ্যান্ত দাও
হে অশ্রু-পাগল,
কপলের শ্রাবণ-ধারা ক্লান্ত হও
দোহায় প্রভূর কাঁদবেনা,
হৃদয়ে কষ্টজমাট বাঁধবেনা !
আযাদীর আন্দোলনে, নতুন করে শপথ নাও । ।
ইয়া গাফফার,
এই যমীনে রক্ত তুমি চাও কত ?
ইয়া আবরর,
নিয়ে যাও লক্ষ-কোটি চাও যত
তবু দাও দ্বীনের বিজয়,
হোক তা-যদি রক্ত-বিনিময়
শহীদ-মালেক মোল্লা-কাদের, মাঠে আজ শতশত । ।
কখনো কল্পনাতে
ময়দানে যায় খুবাইব-হামযা হয়ে
দেখিফের স্বপ্নরাতে
উড়ে যায় শহীদকুতুব-বান্না হয়ে
ধরেছি গিলাফ কাবার,
ঘুরে দাঁড়িয়েছি আবার
রক্ত-সাগর পূর্ণ করেই, ফিরবো বিজয়-বারতা লয়ে । ।
মোশাররফ. ১০/০১/১৪
বিষয়: বিবিধ
৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন