বৃষ্টির ছড়া
লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ২৯ এপ্রিল, ২০১৪, ১২:৪৭:২৫ রাত
টাপুর টুপুর বৃষ্টি পড়ে টিনের উপরে
দেখো দুষ্ট ছেলে মনের সুখে ভিজছে কেমন করে!
তার কথাতে নাচতে গিয়ে এমন তা ধুন তুন
আছাড় খেয়ে লজ্জা পেয়ে মুখটি হলো চুন
এমন দিনে ঘরের কোনে যায় কি বসে থাকা?
বৃষ্টিভেজা আমায় দেখে মায়ের মুখটি বাঁকা।
মায়ের হাতে লাঠির বাড়ি কিংবা খেলো গাল
তাই কি আকাশ আঁধার এমন কালো মেঘের কাল!
আকাশ চোখে জল ছলছল মেঘের বরণ কালো
নেই যে দেখা সূয্যিমামার তবু লাগে ভালো
জল টলমল রাস্তাঘাটে- উঠোন নদীর বান
ঠ্যাঙ উঁচিয়ে লাফাচ্ছে ব্যাঙ, হেঁড়েগলায় গান
বৃষ্টি মানেই কাক ভেজা আর কাদায় লুটোপুটি
বৃষ্টি মানে বাঁধনহারা মন দল বেঁধে ছুটি
কাঁঠাল চাপায় বৃষ্টি পড়ে টুনটুনিরা চুপ
ব্যাঙয়ের ছাতায় কচুপাতায় বৃষ্টিরা দেয় ডুব
সকাল দুপুর টিনের চালে ঝুপ ঝুপা ঝুপ ঝুপ
বৃষ্টিরা সব লাফিয়ে পড়ে টাপুর টুপুর টুপ।
বিষয়: সাহিত্য
৩৮৩২ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতটা বরষা ছুঁয়ে দিয়েছে মনের সেতার
রিনিঝিনি ধ্বনি তুলে গিয়েছে সুরের সম্ভার
যত না দেখেছি তারচেয়েও বেশি এঁকেছি বৃষ্টির ছবি
সময়ের ধূলো জমে আজ মলিন আল্পনার রেখাগুলো সবই
কবিতা লেখার চেষ্টা তাই ব্যর্থ মনোরথে ছাড়ে গভীর দীর্ঘশ্বাস
স্বপ্নবিলাস, কল্পনাবিলাসিতার ভিড়ে হারিয়েছে মোর বৃষ্টিবিলাস......
আমার আমিকে একান্তেই কাছে পাওয়া
আপু আমার ছড়ার চেয়ে আপনাদের কবিতা বেশী ভাল হয়েছে। অনেক ধন্যবাদ আপুদের
ক্লান্তি মুছে দেয়া সতেজ বাতাস
আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ আপনাকে
@প্যরিস - মাইন্ড করলে কিন্তু হাতুড়ি
ছোটবেলায় আমার লেখা একটা কবিতা বলছি শুনেন...কবিতাটি জনৈক কবি চুরি করে ক্ষাতি লাভ করেছিল..
আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে
নেবুর পাতায় করমচা
যা বৃষ্টি ঝরে যা...
বলেন কি! এজন্যই কবিতাটা শোনা শোনা লাগছিল। এ যে চোরের উপর বাটপারি!
‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা
সে যেন এসে দেখে পথ চেয়ে তার কত কেঁদেছি....
নিয়মিত কবিতা চাই
এমনই এক বৃষ্টি দিল বৃত্তের বাইরে
অন্নেক ধন্যবাদ বৃত্তের পাশে।
---- খুব খুব ভাল লাগল --- ধন্যবাদ --
বৃষ্টি ব্যাপক ভালোবাসি
আর বর্ষার কাব্য!
ছন্দময় কাব্য এগিয়ে চলুক!
আমি রাগ করেছি বইয়ের পাতার উপর। এখনো দেখা নেই কেন
তবু বসে থাকি চুপচাপ ইচ্ছের কুড়ের ঘরে
বৃষ্টি ভেজা আর হয়না শরিরে জর সয়না
মনটাও আর ভিজিতে কয়না
তাই মন খারাপ করে জানালায় বসেই বৃষ্টি দেখি
মনের ইচ্ছে গুলো মনের ভেতরই বন্দি রাখি।
****************************
বৃত্তের ভেতর কবিতার বিত্তবৈভব দেখে আমি ইর্শন্বিত...অসম্ভব সুন্দর নস্টালজিক কবিতা!!! পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন