Praying Praying Praying সুন্দর জবাব চাই Praying Praying Praying

লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৮ এপ্রিল, ২০১৪, ১২:৩৫:১৩ রাত







Praying Praying Praying সুন্দর জবাব চাই Praying Praying Praying

আমি উনার ব্যাপারে ঠিক কি বলব বুঝতে পারছি না । তবে কিছু পর্যালোচনা থেকে এটা বুঝা যায় যে , উনার প্রধান অস্র সমালোচনা । এবং উনি সকলের সমালোচনা করে থাকেন ।আবার উনার আরেকটা পলিসি হচ্ছে কোন কিছু পুঁজি করে গোমরাহ ছড়ানো । তাই যারা এসব সমালোচনার জবাব দিয়ে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ।আশা করি আপনারা উনার কথামালা / উটভট চিন্তাধারার সমুচিত জবাব দিবেন । আমার পর্যাপ্ত সময় নাই বিধায় আপনাদের দ্বারস্থ হলাম । আশা করি সাড়া পাব । উনার লিংক-

https://www.facebook.com---------

https://www.facebook.com/pages/---------

https://www.facebook.com/pages/---------

www.-----------.com

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209282
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ফালতু কথাগুলি নিয়ে মাথা ঘামানই দরকার নাই। এই প্রশ্নগুলি শুধু অর্থহিন তাই নয় বরং বোকামির লক্ষন।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
157928
নোমান২৯ লিখেছেন : না ভাইয়া ! উনার ব্যাপারে আমি বুঝছি । উনি গোমরাহ ছড়াচ্ছেন । এটা সিওর । কিন্তু কিছু মানুষ আছে যারা উনাকে অন্ধ অনুকরণ করেন । আপনি উনার লিংক -এ ঢুকে দেখতে পারেন । যদিও সে সংখ্যা খুবই কম । এবং এই ফাজি টা গোমরাহ ছড়াচ্ছে ইসলামকে পুঁজি করেই ।
209283
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৫
সুন্দর আগামী লিখেছেন : এটা তো কোন ফ্যাক্ট না ।কিছু লোক কিন্তু পথহারা হচ্ছে । তাই নয় কি ভাইয়া । উপরের ভাইয়া ।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
157930
নোমান২৯ লিখেছেন : ঠিক তাই ভাইয়া ।
209304
১৮ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৮
সঠিক ইসলাম লিখেছেন : কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু এটা দেখে আর দিলাম না, এই পাগল হল সুশীল ছদ্ববেশী ছুপা নাস্তিক।


১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
157932
নোমান২৯ লিখেছেন : জ্বি ভাইয়া । এটা আমি -আপনি বুঝছি । কিন্তু এই ফাজি টা গোমরাহ ছড়াচ্ছে সুকৌশলে । এই জন্যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি ।
209326
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই আমার জানা নেই এবং সময়ও নেই এই সব প্যাচাল পাড়তে।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
157933
নোমান২৯ লিখেছেন : বুঝি নাই ভাইয়া ।?
209328
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
সাদাচোখে লিখেছেন : অতি চাইল্ডিশ লিখা। অল্প পড়ে বেশী বুঝে ফেললে যা হয় - এখানে তাই হয়েছে।

এর কাউন্টার উত্তর দিয়ে কোন কাজ হবেনা বলে আমার মনে হয়। বরং একে ইগনোর করা তুলনামূলক ভাল। একটা ধাক্কা দরকার - সম্বিৎ ফেরাতে।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
157935
নোমান২৯ লিখেছেন : না ভাইয়া ! উনার ব্যাপারে আমি বুঝছি । উনি গোমরাহ ছড়াচ্ছেন । এটা সিওর । কিন্তু কিছু মানুষ আছে যারা উনাকে অন্ধ অনুকরণ করেন । আপনি উনার লিংক -এ ঢুকে দেখতে পারেন । যদিও সে সংখ্যা খুবই কম । এবং এই ফাজি টা গোমরাহ ছড়াচ্ছে ইসলামকে পুঁজি করেই ।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৭
158257
সাদাচোখে লিখেছেন : ভাই নোমান আপনি বললেন 'সংখ্যায় খুব নগন্য সংখ্যক মানুষ ওনাকে অন্ধ অনুকরন করছেন তার মানে উনি স্বল্প সংখ্যক লোককে গোমরাহীতে নিতে পারছেন। কিন্তু আপনার পরামর্শ অনুযায়ী যদি আপনার পাঠকেরা ওনার লিংকে ঢু মারেন - তখন কিন্তু উনি উৎসাহিত হবেন - যে ওনার লিখা অনেকে পড়ছেন।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৮
158391
নোমান২৯ লিখেছেন : ভাইয়া পরামর্শ ছিল না । শুধু যারা জবাব দেন তাদের উদ্দেশ্যেই বলছিলাম । ঠিক আছে ভাইয়া , আমি উনার লিংক মুছে দিচ্ছি ।
209336
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৪৪
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
157937
নোমান২৯ লিখেছেন : অনেক অনেক ধন্যাবাদ ভাইয়া । আপনার লিখাটা আমি পড়ছি । এবং আপনি যা ভাবনা আমারও তাই । এই সব বাজে প্রশ্নের জবাব দেয়া / টানাটানি করার মানে হয় না । কিন্তু কিছু লোক উনার দ্বারা বিভ্রান্ত হচ্ছে । এই জন্যে বিষয়টা তুলে ধরা ।
209361
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : এই আবালগুলোকে হাইলাইট করার কোন মানে হয় না।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩১
157939
নোমান২৯ লিখেছেন : না ভাইয়া ! উনার ব্যাপারে আমি বুঝছি । উনি গোমরাহ ছড়াচ্ছেন । এটা সিওর । কিন্তু কিছু মানুষ আছে যারা উনাকে অন্ধ অনুকরণ করেন । আপনি উনার লিংক -এ ঢুকে দেখতে পারেন । যদিও সে সংখ্যা খুবই কম । এবং এই ফাজি টা গোমরাহ ছড়াচ্ছে ইসলামকে পুঁজি করেই ।
209475
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীর সব মানুষকে পক্ষে আনা সম্ভব নয় বলে এসবদের বর্জন করাই উচিত। এদের নিয়ে আলোচনা করলে গুরুত্ব বাড়ে। সে তাই চায়। তাকে নিয়ে মাতামাতি করেে সে সফল। কারন সে তো তাই চায়। ধন্যবাদ।
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
157978
নোমান২৯ লিখেছেন : ভাইয়া আমি তাকে নিয়ে আলোচনা / সমালোচনা কিচ্ছু করতে চাই না । আমার চিন্তা তার কতক পাঠককে নিয়ে । কারণ সে কিছু পোস্ট ইসলামের পক্ষেও দিয়ে থাকে ।
209785
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৯
অজানা পথিক লিখেছেন : গভীর জলের মাছও হতে পারে । গুরুত্ব না দেওয়াই সমীচীন
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
158393
নোমান২৯ লিখেছেন : গুরুত্ব না দেওয়ায় সমীচীন । তবে তার কিছু পাঠকদের সতর্ক করারও দরকার আছে । তা নয় কি ভাইয়া ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File