৭১ থেকে ৭৫ ...

লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ১৭ এপ্রিল, ২০১৪, ১১:৪০:৩৩ রাত

আমি বরাবরই ইতিহাসে কাঁচা ছিলাম,সন তারিখ মনে রাখা খুব কষ্ট হয়ে যেতো। লিখতে লিখতে মাঝখানে কয়েক বছর মিসিং হয়ে যেতো। ভাবতাম আমি একাই বলদ, কিন্তু এখন দেখি বর্তমান আওয়ামী ইতিহাস বিদরাও আমার মতো। তারাও ইতিহাস লিখার সময় বরাবরই কয়েকটা বছর স্কিপ করে যায়। সেটা মনের ভুলে না ইচ্ছা করে সেটাই বুঝতে পারছিনা। তাই...

আমি একটা বই লিখতে চাই। ৭১ থেকে ৭৫। উঠতে বসতে খাইতে শুইতে মুজিব সাহেবের ইতিহাস (অসম্পূর্ণ) শুনতে শুনতে আজ সেটা ঐ দেখা যায় তাল গাছ ছড়ার মতো মুখস্ত হয়ে গিয়েছে। মানুষ এখন উনার সম্পূর্ণ ইতিহাস জানতে চায়। কিন্তু এখন পর্যন্ত কোন ইতিহাস কারকদের (যারা মন গড়া ইতিহাস তৈরি করেন)কাছে এই ইতিহাস শুনতে পারলাম না যে, ২৫শে মার্চ ১৯৭১ এর পর থেকে মুজিব সাহেব কোথায় কিভাবে ছিলেন,উনার দলের নেতা-কর্মীরা যোদ্ধ চলাকালিন সময় কি কি কাজ করেছেন বা কোথায় ছিলেন,মুজিব সাহেবের পরিবার কোথায় কার কাছে কিভাবে ছিলেন, দেশ স্বাধিন হওয়ার পর মুজিব সাহেব যখন দেশে ফিরে আসলেন তখন উনি কিভাবে এবং কেন ক্ষমতা দখল করে বসলেন (অনেকেই বলে উনি নির্বাচিত হয়েছিলেন, হা উনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেটা পাকিস্তানের নির্বাচনে পাকিস্তানের সংবিধান অনুযায়ী, কিন্তু উনি স্বাধিন বাংলাদেশের নির্বাচিত কেউ ছিলেন না, সেই হিসেবে ক্ষমতায় উনার বসাটা জোর করে ক্ষমতা দখলেরই নামান্তর),রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে উনি মৃত্যুর আগ পর্যন্ত কি কি করেছিলেন, কিভাবে দেশ পরিচালনা করেছিলেন,উনার ছেলে মেয়েরা তখন কে কি করতেন, কেন উনাকে উনাকে পরিবার সহ এমন করুণ মৃত্যুবরণ করতে হলো(কথায় আছে ঢিল ছুড়লে নাকি পাটকেল খেতে হয়)।

'৭১ থেকে ৭৫' নামক বইখানা আমি হয়তো লিখতে পারবোনা কিন্তু আমি আশা করবো কেউ একজন এগিয়ে আসবেন ১৬ কোটি মানুষের অতৃপ্ত বাসনাকে তৃপ্ত করতে।

বিষয়: রাজনীতি

১৫১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209277
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল চিন্তা!!!!আপনাকে কয়েকটি বই পড়ার পরামর্শ দিচ্ছি।
১ জাতিয় রাজনিতি ১৯৪৭-৭৫
২ যা দেখেছি যা বুজেছি যা করেছি।
৩ আমার দেখা রাজনিতির পঞ্চাশ বছর।
৪ বাংলাদেশের কালচার।
৫ বাংলাদেশ ৭২-৭৫।
৬ এক জিবন এক ইতিহাস।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০১:০১
157846
আহাম্মেদ খালিদ লিখেছেন : কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি চাই ৭১ থেকে ৭৫ এর ইতিহাস আওয়ামী ঘরনার কারও কাছ থেকে শুনতে...Winking
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৩
157883
হতভাগা লিখেছেন : আপনি জীবন্ত ইতিহাস , ইতিহাসের ভান্ডার জনাব তোফায়েল আহমেদকে নিতে পারেন ।
209390
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৯
এহসান সাবরী লিখেছেন : ভাইরে!আওয়ামী লীগের কাছে জিগাইলে তো শুনবেন ঐ
টাইমে দেশ স্বর্গ আছিল!কম্বল মারা যাইত খুশি মত!
আহা সে কি সুখ!!শেখেরে একটু তেল মারলেই দাঁও
মারা যাইত!!আহা!!!!!
209401
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৯
ওমর ফারুক ইফতি লিখেছেন : তাইলে ইতিহাসে পাকা হয়ে গেলেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File