'মানির মান আল্লাহই রাখে'

লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ১৮ মে, ২০১৪, ১০:২৩:৫৬ রাত

এক লোক মাছ বিক্রেতাকে বোকা বানিয়ে বেশ কিছু তাজা শিংমাছ ফাও মেরে দিয়ে খুশিতে এমন লাফ দিয়েছে যে তার পেন্টের পিছন দিকটা ফটাশ করে ফেঁটে গেলো ভরা বাজারে। বাড়ি তার বহুদুর আর হেটে যাওয়া ছাড়া গতি নাই, তাই বাড়ির দিকে রওনা দিলো। বুদ্ধি! করে দুই হাতে বাজারের প্লাস্টিকের পলিথিন ব্যাগটা তার পিছনদিকে ধরে হাটতে লাগলো আর মনে মনে নিজেই নিজের প্রশংসা করতে লাগলো 'মানির মান আল্লাহই রাখে'।

কিছুদুর যাওয়ার পর বাজারের ব্যাগের ভিতরে থাকা শিং মাছ অতি উৎসাহের সহিত তাদের উপস্থিতি জানান দিতে লাগলো। এক দিকে সাধের শিংমাছ অন্য দিকে ইজ্জত। এদিকে ইজ্জত রক্ষা করতে গিয়ে রক্তাক্ত পশ্চাদেশ। তার পরও সেভাবেই হেটে যেতে লাগলো, এক সময় সহ্য করতে না পেরে এক হাতে ব্যাগটা নিলো আর এক হাতে শার্টের পিছন দিকটা বার বার টেনে নিচের দিকে নামানোর বৃথা চেষ্টা করে যেতে লাগলো। বাম হাতে যখনি শার্টের পিছন দিকটা টান দেয় তখনি ডান হাতে থাকা বাজারের ব্যাগটা যথারীতি নিয়মে ডান পায়ের সাথে বাড়ি খায় আর ব্যাগের ভিতরে থাকা শিং মাছ আবারও অতি উৎসাহের সহিত তাদের উপস্থিতি জানান দেয়।

লোকটা পড়লো বেশ বেকায়দায়, না পারে পেন্টের ফাঁটা বন্ধ করতে না পারে শিং মাছ ফেলতে। চাইলেই সে অবৈধ ভাবে নেয়া ব্যাগের মাছ গুলি ফেলে দিয়ে তার ইজ্জত রক্ষা করতে পারতো কিন্তু সে সেটা না করে তার ফেঁটে যাওয়া পেন্ট আর রক্তাক্ত পশ্চাদেশ উম্মূক্ত করে চোঁখ বন্ধ করে হেটে যেতে লাগলো...

পুনশ্চ: কেউ যদি এই ঘটনাকে বর্তমান আ'লীগ সরকারের সাথে তুলনা করেন তাহলে বলতে হবে আপনি একটা...

বিষয়: বিবিধ

১৫২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223204
১৮ মে ২০১৪ রাত ১১:১০
সুন্দরের আহবান লিখেছেন : শিংমাছ চোরার তো তবু সামান্য হলওে লজ্জা সরম আছে- ছেড়া প্যান্ট ঢাকবার চেস্টা করেছে। কিন্তু আ্ওয়ামীলীগ এত বেহায়া যে উলঙ্গ হাটল্ওে এদের মান ইজ্জম=ত যায় না। একবোরে শীসা দিয়ে ঢালাই করা মান সন্মান
223227
১৯ মে ২০১৪ রাত ১২:৩৮
মাটিরলাঠি লিখেছেন : আওয়ামীলীগের আবার মানসম্মান ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File