সোনালি ঊষার চাবি
লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১৮ এপ্রিল, ২০১৪, ১২:৪০:০১ রাত
গিয়াছি সাগর তটে,
অভিপ্রায় ছিল দেখিব তাহার ঢেউ,
শিখিব তাহার অবিচলতার মন্ত্র,
দেখিনো হেথায় গিয়া,
অবিচল গতি কাড়িয়া ল'য়াছে কেউ,
বাধিয়াছে তারে পংখিল ষড়যন্ত্র।
ফিরিবার কালে রাস্তার ধারে দেখি,
পুলিশ দাড়ায়ে রাস্তা করিছে বন্ধ,
ট্রাফিকে শুধাই,
কি হইল দাদা? যাইতে দিবেনা নাকি!
চেতিয়া উঠিয়া কহিল আমায়,
ও'দিকের পথ বন্ধ,
মন্ত্রিসাহেব যা'বেন ওপথ ধরি,
ঝামেলা করিলে জানিবে তোমার ভাগ্য ভীষণ মন্দ।
হতাশ হইয়া দেখিনু আকাশ পানে,
কাকেরা হেথায় উড়িয়া বেড়ায়,
দল বেধে সারি সারি।
কন্ঠে তা'দের অসীম শোকের জারি।
ফিরিতে ফিরিতে ভাবি,
"স্থল জল আকাশ জুড়িয়া
চলিতেছে রোনাজারি,
উটকো পেটুক গিলিতেছে ভুরি ভুরি,
সততা হ'য়াছে চুরি,"
কাড়িয়া লইব উহাদের থেকে
সোনালী ঊষার চাবি।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন