আমি ভাই আজও পারিনাই চিনি' নিতে...

লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২০:৪৩ দুপুর

আমি ভাই আজও পারিনাই চিনি’ নিতে

কে’ই বা আমার মিতে

ধরণীতে...

সেইদিন...

বেরো’লোম শেষ রাতে

ভাবি’ছি দেখিব শান্তিরা সব কো’য় থাকে

প’চিমে কৃষ্ণ, লালচে হালকা আভায় পুবে

রাত্তির কোলে মাথা গুঁজে থাকা অন্তরিক্ষে

শুধুলাম খ’গো, শান্তি স্বস্থি কোথায় মেলে?

দুঃখ বেদনা হতাশা ক্লান্তি দূর হ’বে সব কো’য় গেলে?

অস্থির বুকে ক্ষণিক স্বস্তি, লোনা নেত্রের বীচিতে প্রেমের বাঁধ; পেলে?

কহিল খ মোরে, তুমি ভাই দেখি মর্ত্যের সেরা বোকা!

আমাতে তোমার স্বস্তি-শান্তি খুঁজিতে এলে!

এই আমি এক ক্ষুদে - নগণ্য আজ্ঞাবাহী

তাঁর কাছেতেই স্বস্তি-সুখের ঠিকানা চাহি

আসি তবে আজি ঘনি’ছে সাদিক - সু’বে...

আমি ভাই আজও পারিনাই চিনি’ নিতে

কে’ই বা আমার মিতে

ধরনীতে...

কে মিতে?

এই দু’দিনের ধরনীতে

আমি ভাই আজও খুঁজি ফিরি তাকে পেতে...

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File