আমি পিছু হটবোনা
লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১৮ এপ্রিল, ২০১৪, ০২:০২:১০ দুপুর
অনেক কথাই বলেছ সেদিন,
দেখিয়েছ কত আকাশচুম্বি স্বপ্ন;
"নোংরা সমাজ সভ্যতারে পূর্ণ বিনাশ করে,
স্বর্গীয় সুখ আনবে প্রতিটি নতুন ভোরে।"
এত সহজেই ভুলে গেলে!!
তবে আজ কেন এই মনে,
হতাশার কালি লেপন করিছ প্রতিটি ক্ষণে?
নাকি লাল চোখ দেখে ভয় পেলে???
আমি পিছু হটবনা।
আঙুল ঢুকাব লাল চোখ হবে ঠাণ্ডা,
উড়বে সবুজ লাল কালিমার ঝাণ্ডা।
আলেয়াকে দেখে তার পিছু ছুটবোনা…
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন