আমার ফিরে আসা
লিখেছেন লিখেছেন আবরার আদিব ১০ জানুয়ারি, ২০১৪, ১০:২৫:০০ রাত
এই আলো-ছায়ার পৃথিবীতে ফিরে আসতে হবে
এই ভেবেই কি ছেড়ে গিয়েছিলাম?
আমার ভূবনে শুধুই ছিল আলো আর আলো
হয়তো বাঁ আঁধারের স্বাদ পেতে আমার ফিরে আসা!
অথবা কি যেন এক একঘেয়েমি,
খুব বেশীর পরিপূর্ণতার এক শূণ্যতা!
অথবা নিছক আমার হারিয়ে যাবার অভ্যাস
কে জানে, হয়তো পথ ভুলে
কিংবা শ্রেফ তোমার জন্যই!
ইনিয়ে-বিনিয়ে অনেক কথাই তো হল,
তবে সত্যটা একদম শেষে।
একদম নতজানু হয়ে তোমার সামনে
অথবা নিঃশ্বাস দূরত্বে তোমাকে অনুভবে,
আড়ষ্ট কণ্ঠে আমার ক্ষমা প্রার্থনা!
আচমকা কেনই বা হারিয়েছিলাম,
কি খেয়ালে তোমার আমার মাঝে
আমার গড়া এক দেয়াল তুলেছিলাম!
আজ তাই তোমার কাছে বিদায় নিতে,
আমি স্বর্গ থেকে আবার তোমার দুয়ারে!
বিষয়: সাহিত্য
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন