♦♦ ব্যর্থ সন্ধান ♦♦
লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৬:৩০ রাত
আরে আমি তো এখানেই-
তুমি আমাকে খুঁজতে চলে গিয়েছ
একদম সীমানার একপ্রান্তে, টেকনাফ!
টেকনাফ থেকে তুমি চলে যাওনি তেতুলিয়া
তোমার গন্তব্য এলেমেলো, তোমার চিন্তাধারা বিক্ষিপ্ত
তুমি একাই হেটেছ সুন্দরবনে, সাঁতরে বেরিয়েছ মায়াবী রাতারগুলে!
তুমি শুধু আমাকেই খুঁজছ-
আমার খোঁজে তুমি চলছ নদীপথে
তুমি জানো এই পথের নেই কোনো সমাপ্তি
তোমার সঙ্গী হচ্ছে নিঃসঙ্গ গাংচিল, রঙ্গিন মাছরাঙ্গা
তুমি পাশে চলেছে পদ্মা, তুমি ফাঁকি দিয়েছ যমুনা, তিস্তা, কর্ণফুলী
শেষকালে যেয়ে পড়েছ অথই সাগরের নীল জলে, তবুও তুমি থামনি!
তুমি তবুও সন্ধান চাও আমার-
তুমি হেরে গিয়ে আবার শুরু কর
ছিন্নভিন্ন করে দিতে চাও প্যাঁচানো মানচিত্র
এদিক-ওদিক-চারিদিকে আবার তোমার পথচলা
তুমি অস্থির হয়ে ছোটো, তুমি একদম অটল, নিবিষ্ট তোমার মন
আবার সীমানা ধরে, সূক্ষ জালে ছেঁকে, এপ্রান্ত থেকে যেকোনো প্রান্তে!
আমাকে খোঁজা তোমার অযথাই-
আমি পথ চলছি ঠিক তোমার হাত ধরেই
তুমি এতটা মগ্ন, এতটা আচ্ছন্ন অলীক ধ্যানে
সময় হয়নি চেয়ে দেখার তোমার একাকী ছায়ার দিকে
আমি শব্দহীন চিৎকারে ডাকছি তোমাকে অবিরত, প্রতিনিয়ত
তুমি আমাকে উপেক্ষা করে আমাকেই খুঁজছ তোমার ব্যর্থ অভিযানে!
বিষয়: সাহিত্য
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন