অন্ধকার নগরীতে
লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৬ জানুয়ারি, ২০১৪, ১০:৩১:৪৬ রাত
এখানে রাতের পরে সূর্্যের আলো আছড়ে পরে না
গভীর রাতের পর আরো বেশী অন্ধকার!
এ রজনী ভয়ংকর, চাঁদের আলো মাখা নয়,
অন্ধ পেঁচারাও থমকে থাকে আতংকে।
নিশাচর পশুরা ভুলে গেছে শিকার,
ভীতসন্ত্রস্ত তাদের প্রতিটি পদক্ষেপ!
এই নগরীতেও ঘুমিয়ে আছে রাজকন্যা।
তবু রূপকথার কোনো রাজকুমার আসে না-
ঘুম ভাঙ্গিয়ে তাকে নিয়ে যাবে দুর্বার গতিতে!
এখানে রাতের পর রাত আসে অসহ্য নিস্তদ্ধতায়।
শীতল রাজকন্যা আরো শীতল হয়ে ঘুমিয়ে রয়!
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন