♦♦ প্রেম সংক্রান্ত দূর্ঘটনা ♦♦
লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৮:৪৭ রাত
এইতো, এইমাত্র ঘটে গেলো দুর্ঘটনা
আমার হৃদয় জুড়ে রক্তের একি কান্না!
আমি আঁধারে হাতড়ে খুঁজছি তোমাকে-
তুমি চলে যাচ্ছ বহুদূরে, সমুদ্রের ওপাড়ে!
আমি ছুটছি ডাক্তার থেকে কবিরাজ,
আমি নিয়ে ফিরছি ঔষধী থেকে হারবাল।
তবুও ক্ষত বেড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক,
ছিঁড়ে ফেলছে দেহ, গুড়িয়ে দিচ্ছে কল্পনার তুমি।
আমি তবুও জপি তোমার নাম আনমনে-
মৃত্যুর আগে কেন হারিয়ে যাবে তোমার স্মৃতি?
কিন্তু তুমি যে সত্যি ফিরে আসছ আবার-
আমি নষ্ট স্মৃতির সাথে তোমাকে মেলাতে চাই!
তুমি আমাকে জড়িয়ে নিচ্ছ তোমার ভিতরে
সুই-সুতায় বেঁধে ফেলছ রক্তাক্ত হৃদয়,
আমার হৃদয় এখন তোমার বোনা নকশিকাঁথা।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন