♦♦ শিরোনামহীন-৩ ♦♦
লিখেছেন লিখেছেন আবরার আদিব ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৫:৫৩ রাত
ঈশ্বরের সাথে আমার একবার দেখা হয়েছিল,
সে আমাকে জানিয়েছিল আমার সৃষ্টি রহস্য।
আমাকে বলেছিল কোথায় আমার গন্তব্য-
বেলা শেষে কোন প্রান্তরে সমাপ্তি এই যাত্রার!
তোমার সাথে তার বহু বছর পর প্রথম সাক্ষাৎ।
আমাকে জড়িয়ে তুমি গড়েছিলে মিথ্যা সাম্রাজ্য,
আমি তোমার সৃষ্টিকে চুরমার করে বেড়িয়ে পড়ি
কেঁদে বল তুমি, 'ভুলতে পারবে এই আমাকে?'
আমি তাচ্ছিল্যের অট্টহাসিতে ফেটে পড়ি এবার।
আমার ঈশ্বরকে ভুলে ফেলেছি মূহুর্তে, সেই কবে!
তোমার সাথে যেন এক্ষুনি দেখা, ক্ষণিকের পরিচয়,
তোমাকেও মুছে ফেললাম এক মূহুর্তে, এই মাত্র।
বিষয়: সাহিত্য
১৩৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন