মহা বিজ্ঞানীকে যারা জুতা মেরেছেন, তাদের কি মান-সম্মান নাই????!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৬ জানুয়ারি, ২০১৪, ১০:৩১:৩৩ রাত
মহা শক্তির আবিস্কারক মহা বিজ্ঞানীকে যারা জুতা মেরেছেন, তাদের কি মান-সম্মান বলতে কিছই নেই। এমনকি তাদের বিবেক-বুদ্ধি বলতেও কি কিছু নেই?
যারা মেরেছেন, তাদেরকে বলছি: আপনারা নোংরা বস্তুকে জুতা মেরে জুতাকেই অপমান করেছেন।
সে আসলে কে?
# সে তো মহা রাজাকার।
# তার নেতৃত্বে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে।
# গত সরকার আমলের শেষে দিকে তার পুরাতন কালো থাবা বের করে অসংখ্য মানুষকে হত্যা করেছেন।
# তার মিথ্যার তো কোন জুড়ি নেই।
# ...
#...
#...
তারপর আপনারা যারা তাকে জুতা মেরেছেন, তারা নিকেজে শুধরান, কেননা এমন নিকৃষ্ট জীবকে জুতা মারলে, জুতা আপনাকে অভিশাপ দিবে।
তাই, কাজ করার আগে ভাবুন।
বিষয়: বিবিধ
৩০৯৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি আর হবে আমাদের? এ হায়-হুতাশ ছাড়া!
অনেক ধন্যবাদ।
সবাই রাজাকার হয়ে গেছে।
কেননা, রাজাকার শব্দটা ব্যবহার করে ওরা যেমন ফায়দা লুটেছে, অন্য শব্দ ব্যবহার করে কেউ ফায়দা লুটতে পারেনি।
সত্যিকারের রাজাকাররা তাদের দলেই বেশী আছে, যারা এ শব্দটার ব্যবহারের মাধ্যমে ফায়দা লুটে।
এ সম্পর্কে পরবর্তীতে সময় পেলে লিখব। ইনশাআল্লাহ
তবে সত্যি বলতে কি, সাধারণ জনগণ তাকে কিছুই করতে পারবে না। তার প্রাণের প্রাণ স্বদলীয় লোকই তাকে উচিত শিক্ষা দিবে।
কেননা ইতিহাস থেকে তা জানা যায়। তার বেলায় কি উল্টা হতে পারে?
অনেক ধন্যবাদ।
আর ভাবীকে বলবেন: তিনি যেন কাচা কলা দিয়ে রান্না করেন।
এই গর্দভটারে টয়লেটের রিজার্ভ টাংকির ভিতরে বেধে রাখা উচিত।
ওরা মানুষও না মন্ত্রিও না, ওরা আওয়ামিলীগ, তাই জুতা বৃষ্টি।
আর গোলাম মাওলা রনির ভাষায় আওয়ামীদের মান সম্মান এমন জুতা পিটা যদি কিয়ামত পর্যন্ত করতে থাকেন তাহলে যাবে না। তাহলে বুঝুন এরা কোন জানোয়ারের পর্যায়ে নেমে গেছে ।
ধন্যবাদ আপনাকে আওয়ামীদের নিকৃষ্টতম স্ভাবের প্রমানের উদাহরণ দেবার জন্য ।
বিবাহ করার জন্য ডাক্তার ও বড় শিক্ষিতা মেয়ে খুজার আগে, নিজেকে প্রশ্ন করুন, প্রকৃত শিক্ষিতা কারা? যদি প্রকৃত শিক্ষিতাকে বিবাহ করতে পারেন তবেই প্রকৃত সুখী হতে পারবেন।
ধন্যবাদ
জাগিয়া উঠিছে প্রাণ
শুনিতেছি কানপেতে বিজয়েরও
গান।
মন্তব্য করতে লগইন করুন