কেন মানুষ পতিতালয়ে যায়?
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০১ মে, ২০১৪, ০৮:০২:৩৪ সকাল
সৃষ্টির আদ্দিকাল থেকেই পতিতালয়গুলো ছিল । সে যুগেও এর চাহিদা ছিল, এখনো আছে । যে কারনগুলো আমার মনে এসেছে সেগুলো বলছি
ক. খদ্দের ফ্যাক্টর:
১. অনেক মানুষ আছেন, যারা বিয়ে করতে পারছেন না, কিন্তু যৌন চাহিদা প্রচন্ড । রোজা রাখার মতো ধর্মীয় প্রাণশক্তিও নেই ।
২. অল্প পয়সায় পতিতা পাওয়া যায় কিন্তু বিয়ে করতে অনেক খরচ ।
৩. বিয়ের পর বউ বাচ্চার দায়িত্ব নিতে হয়, কিন্তু পতিতাদের ক্ষেত্রে লাগে না ।
৪. বারবার যৌন সাথী পরিবর্তন করা যায়।
৫. বিভিন্ন নারীর সংস্পর্শে আসার কারণে বিয়ের পরও অভ্যাসটা রয়ে যায় ।
৬. স্ত্রী হয়তো সময় দিচ্ছে না, আরেকটা বিয়ে করাও সমাজের চোখে পাপ. তাই সবার চোখে ধুলি দিয়ে পতিতালয়ে..।
খ. পতিতা ফ্যাক্টর:
১. কিছু মেয়ে চালান হয়ে যায়, শয়তান দালালদের খপ্পরে পড়ে
২. অভাব
৩. সামাজিকভাবে অনেক মেয়ে নিগৃহীত থাকে, যেমন ধর্ষিতা, স্বামী কর্তৃক নিপীড়িত
৪. আশ্রয়হিনা
৫. অধিক টাকার লোভ
৬. বিখ্যাত হবার জন্য যেমন মডেল হবার জন্য অনেক মেয়ে তার দেহ বিক্রি করে দেয়
৭. যৌন চাহিদা পূরণ: ইদানিং লেখাপড়ার নাম করে বাবা-মা মেয়েদের অনেক দেরিতে বিয়ে দিচ্ছেন. শরীরের চাহিদা তো আর বসে থাকছে না । ফলে কেউ কেউ বিপথগামী হচ্ছেন ।
গ. পতিতালয় ফ্যাক্টর:
১. সমাজের হমরাচমরা অনেকেই এই পেশার সাথে জড়িত। প্রচুর লাভ্জনক এই ব্যবসা।তাই এগুলো বন্ধ করা যায় না ।
২. নির্দিষ্ট কতগুলো জায়গা ছাড়াও ফ্লাটগুলোতেও এই ব্যবসা ছড়িয়ে পড়ছে ।
৩. হাতের নাগালেই পতিতালয় পাওয়া যায় ।
৪. পুলিশি কিছু ঝামেলা থাকলেও পয়সা দিলে পার পাওয়া যায় ।
প্রকৃত পক্ষে ছেলে-মেয়ের পারস্পরিক আকর্ষণ শুধু মানুষ কেন সব প্রাণীর মাঝেই রয়েছে । আর মানুষই অন্য সব প্রাণীর তুলনায় সব চেয়ে কম যৌন সুবিধাভোগী. পরিবারভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী এবং নিজ স্ত্রীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্যই বিয়ে বহির্ভূত সম্পর্কগুলোকে নিষিদ্ধ করা হয়েছে. সব ধর্মগুলোই এর পক্ষে ।স্বভাবতই মানুষ পতিতালোয়গুলোর প্রতি দুর্বল । ধর্মীয়-সামাজিক নানান কারণে অনেকে সেখানে যেতে ভয় পায় । তবে সেই বাধাগুলো দুর্বল হয়ে গেলে সহজেই মানুষ ফাদে পড়ে যেতে পারে ।
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন