ইতিহাসের জন্ম দাতা আওয়ামিলীগের দল

লিখেছেন লিখেছেন আবু জারীর ০১ মে, ২০১৪, ০৮:০৫:১২ সকাল



ইতিহাসের জন্ম দাতা

আওয়ামিলীগের দল

শেখ মুজিব নাকি হাজির ছিল

কি আশ্চার্য বল।

দিনে দুপরে এমন যোচ্চুরি

জাতি আগে দেখে নাই

ইতিহাস বিক্রিতিতে বাকশালীদের

তুলনা যে নাই।

নামটাও ওদের চুরি করা

পাকিস্তানের উর্দূ ভাষা থেকে

এমন হাজারো কদর্য লুকিয়ে আছে

আওয়ামিলীগের বাঁকে বাঁকে।

বিষয়: সাহিত্য

১৬৭৬ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215756
০১ মে ২০১৪ সকাল ০৮:৩২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এই ফটোসপ কোথ্থেকে প্রসব করলেন?
০১ মে ২০১৪ সকাল ১০:২৭
164058
আবু জারীর লিখেছেন : আমিতো পুরুষ মানুষ নানি। ওটাতো দাদী নানীদের কাজ। তাই নিশ্চিত জেনে নিন কাজটা আমি করিনি।
০১ মে ২০১৪ সকাল ১০:৪০
164066
মাটিরলাঠি লিখেছেন : ফটোশপ নয়, একেবারে ইতিহাস প্রসব করেছে আওয়ামীলীগ তথা বাকশালীরা।
215757
০১ মে ২০১৪ সকাল ০৮:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আশ্চার্য হওয়ার কি আছে ভাই। আম্বালীগ পারেনা এমন কিছু আছে ?
০১ মে ২০১৪ সকাল ১০:২৭
164059
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। ওরা সবই পারে।
215764
০১ মে ২০১৪ সকাল ০৮:৪৪
egypt12 লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
০১ মে ২০১৪ সকাল ১০:২৮
164060
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
215766
০১ মে ২০১৪ সকাল ০৮:৪৫
Sada Kalo Mon লিখেছেন : মুজিব কু্ত্তে আইলো, তহন তাে মুজিব ছিলই না, ভাস্কার্যটি যে বানাইছে হেই মনে হয় আম্লীগের সর্বশ্রেষ্ঠ চামচা!
সত্যিই বলেছেন ওরা চুর.... m/ phbbbbt Time Out
০১ মে ২০১৪ সকাল ১০:৩০
164061
আবু জারীর লিখেছেন : কোত্থেকে আইলো বানান ভুল।
এজন্যই মরহুম সাংবাদিক মুসা আওয়ামিলীগ দেখলে তুই চোর বলতে শিখিয়ে গেছেন।
215778
০১ মে ২০১৪ সকাল ০৯:০৮
আয়নাশাহ লিখেছেন : জন্ম লগ্ন থেকেই আ:লীগ মিথ্যার উপর ছিল এবং এখনো আছে। এদের কাছে সত্য যে আশা করে তাদের চেয়ে বোকা আর কে আছে? এমন কদর্য্য মিথ্যা আ:লীগের পক্ষেই সম্ভব।
০১ মে ২০১৪ সকাল ১০:৩২
164062
আবু জারীর লিখেছেন : ঠিকই বলেছেন। মাওলানা ভাসানীর দলকে চুরি করেই ওদের এই দল। জন্মই ওদের আজন্ম চুরি ছ্যাঁচড়ামির উপর।
215787
০১ মে ২০১৪ সকাল ০৯:৩২
দ্য স্লেভ লিখেছেন : তা জাতির পিতা হিসেবে উনার তো ওখানে বসার অধিকার আছে , না কি বলেন ?? এত লোক সেখানে দাড়িয়ে বসে আছে, উনি বসেছেন তাতে কি হয়েছে ? আপনারা সবকিছু সহজভাবে নিতে পারেন না।....উনার ভাল লেগেছে তাই বসেছে ..ব্যাস !!!
০১ মে ২০১৪ সকাল ১০:৩৫
164063
আবু জারীর লিখেছেন : ওনার অধিকার আছে বটে কিন্তু যখন বসার কথা ছিল তখন পালিয়েছিলেন আর এখন নির্যিব মুর্তী হয়ে ক্ষামখা বসে আছে!!
০১ মে ২০১৪ রাত ১০:১১
164381
দ্য স্লেভ লিখেছেন : অসাধারণ উত্তরRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
215788
০১ মে ২০১৪ সকাল ০৯:৩৪
হতভাগা লিখেছেন :


এটাই তো সেই ছবি । এত মহাগুরুত্বপূর্ন লোকের ছবি ক্যামেরাম্যান কিভাবে এড়িয়ে গেল ?
০১ মে ২০১৪ সকাল ১০:৩৮
164065
আবু জারীর লিখেছেন : ট্রিলিওন ডলারের প্রশ্ন। যে হাতটা দেখা যাছে সেটাই মনে হয় প্রধান মন্ত্রীর বাবার।
215810
০১ মে ২০১৪ সকাল ১০:২২
পুস্পিতা লিখেছেন : বাস্তবে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের শীর্ষ, মাঝারি নেতাদের সরাসরি তেমন কোন ভূমিকা নেই। তারা জনগণকে বাঘের মুখে ঠেলে দিয়ে নিজেরা আয়েশী জীবন যাপন করায় লিপ্ত ছিল। আমার মনে হয় আওয়ামী লীগ আসলে বুঝতে পারেনি বাংলাদেশ স্বাধীন হবে। এখন ওদেরকে বিশেষ করে শেখ মুজিবকে ছাড়াই যখন একটি দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা অর্জিত হয়ে গেল তখন আওয়ামী লীগ নিজের নামে ঠাকুর মার ঝুলির গল্প তৈরি করা শুরু করলো। তার আরেকটি প্রকাশ আপনার পোস্টের ছবিটি।
০১ মে ২০১৪ সকাল ১০:৪৫
164067
আবু জারীর লিখেছেন : দেশটা যে স্বাধীন হবে সেটা আওয়ামিলীগ আসলেই অনুধাবন করতে পারেনি। তার উপুক্ত কারণও আছে। ১৯৭৯ সালের কথা, তখন আমি প্রথাম শ্রেণীর ছাত্র। পুর দস্তুর মুক্তি যোদ্ধা। বৃষ্টি ভেজা বিকালে কাচারি ঘরের কয়েকজন মুরুব্বির গল্প শুনছিলাম। তাদের গল্পের মাঝে মুজিব আর মুক্তিযুদ্ধের পক্ষে কিছু বলতে গিয়ে এমন ধমক খেয়েছি যা এখনও ভুলতে পারিনি অথচ সে সকল মুরুব্বিরা সবাই ৭০ এর নির্বাচনে আওয়ামিলীগকে ভোট দিয়েছিল বলে তারা জনিয়েছে।
215828
০১ মে ২০১৪ সকাল ১০:৪৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : স্বাধীনতা সংগ্রামে আওয়ামীলীগের তেমন ভূমিকা ছিলনা যত ছিল দেশের খেটে খাওয়া মানুষদের। আওয়ামী নেতাদের অনেকেই ভারতে নিজেদের ট্রেনিং পর্যন্ত শেষ করতে পারেনি এদিকে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়! এ ধরনের বহু ঘটনায় ঠাসা স্বাধীনতার ইতিহাস। ভবিষ্যতে সে কথাগুলো উঠবে, উঠা শুরু হয়েছে, তাদের এই ভীতি রয়েছে, তাই পদে পদে কিছু উপকরণ রাখতে চায়, যাকে ধরে পরবর্তীতে যাতে লড়াই করা যায়।
০১ মে ২০১৪ বিকাল ০৫:০১
164244
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন ভাইজান। তবে তাদের সে আশায় গুড়ে বালি। জনগণ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কৃত এধরনের ভূঞা মুর্তি চুড়মার করে ফেলবে।
১০
215839
০১ মে ২০১৪ সকাল ১০:৫৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : াহ হা হা, সামওয়ান কিলিং মি!!!
০১ মে ২০১৪ বিকাল ০৫:০৩
164246
আবু জারীর লিখেছেন : সাম ওয়ানের দরকার নাই আওয়ামীলীগের এনিওয়ান যে কোন সময় যে কোন আঘটন ঘটিয়ে ফেলতে পারে। নাঃগঞ্জে ত্বকী এবং পেনেল মেয়রের গুম এবং খুণ হওয়া তার বড় প্রমাণ।
১১
215845
০১ মে ২০১৪ সকাল ১১:০৯
বেআক্কেল লিখেছেন : তিনি যদি এইহাতে তাহেন, তয় পাকিস্থানে বইসা মুগরীর রোষ্ট আর ছাগলের ঠ্যাং চাবাইছিল কেডা?
০১ মে ২০১৪ বিকাল ০৫:০৪
164247
আবু জারীর লিখেছেন : তার প্রেতাত্মা।
১২
215880
০১ মে ২০১৪ সকাল ১১:৪২
শিশির ভেজা ভোর লিখেছেন : ঐদিন মুজিব সেখানে উহ্য ছিল কিন্তু ছবিতে স্পষ্ট করে দিয়েছে। সেটাতে সমস্যাটা কি বুঝলাম না। কারণ এই দেশে যা ঘটেছে তার সব জায়গায় ছায়ার মত মুজিব ভেসে বেড়িয়েছে।
০১ মে ২০১৪ বিকাল ০৫:০৮
164251
আবু জারীর লিখেছেন : সর্বনাশ!
এজন্যই কি একদল লোক তাকে পিতা ডাকে?
যারা তাকে পিতা ডাকে তাদের কাছে অনুরোধ তারা যেন আপন মায়ের কাছে আপনার যুক্তিটা তুলে ধরে। প্রতিকৃয়ায় মাজননী যদি কুলাঙার পোলাকে পিছার (ঝাড়ু) বারি না দেয় তাহলে আমার নামে ২টা বাকশালী কুত্তা পালার অনুমতি আপনাকে দিলাম।
১৩
215888
০১ মে ২০১৪ সকাল ১১:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কোন হালায় বানায়ছে এই মূর্তিকীর্তি। আমি তো আগেই বলেছি, এদেশে ইতিহাস লেখা হয় না, মনের মাধুরী মিশিয়ে রচনা করা হয়
০১ মে ২০১৪ বিকাল ০৫:০৯
164252
আবু জারীর লিখেছেন : যারা স্বরচিত রবীন্দ্র সংগীত গায়া তারা ছাড়া এমন অপকর্ম আর কারা করতে পারে?
১৪
215950
০১ মে ২০১৪ দুপুর ০১:৩৬
ইবনে আহমাদ লিখেছেন : বিষয়টা খুবই চমৎকার হয়েছে।
এই নেতা (শেখ মুজিব)ভাষা আন্দোলনে বাথরুম থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জাতিকে ইতিহাস শিখানো হয়েছিল। আজ নতুন করে আবার শিখানো হচ্ছে। এতে দেখলেন টা কী?
০১ মে ২০১৪ বিকাল ০৫:১৩
164258
আবু জারীর লিখেছেন : ভাষা আন্দোলনের সময় উনি বাথরুমে। স্বাধীনতা যুদ্ধের সময় উনি স্বেচ্ছে জিন্দানে। ওনার পরিবার শ্ত্রুদের অতিথিসালায় আর মেয়ে পাকিদের সুতিকাগারে। তার পরেও উনি হির আর যারা ময়দানে সরাসরি লড়াই করল জীবন দিল তার সবাই জিরো!
১৫
216173
০১ মে ২০১৪ রাত ০৮:৪০
সালমা লিখেছেন : আশ্চার্য হওয়ার কিছু নাই, কথায় আছে না,একটা মিথ্যা ১০০বার বললে সত্যে পরিনত হয়। এই মুর্তি ও এক দিন সত্যে পরিনত হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা কবিতা লেখার জন্য।
০২ মে ২০১৪ সকাল ০৭:৪৪
164479
আবু জারীর লিখেছেন : মিথ্যা হাজার বার বললেও সত্য হয়না তবে অজ্ঞদের ধোঁকা দেয়া যায়।
ধন্যবাদ আপু।
১৬
216345
০২ মে ২০১৪ রাত ০১:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : কালে কালে কত কি যে দেখব! এই ভাস্কর্যটা কোথায়?!
০২ মে ২০১৪ সকাল ০৭:৪৬
164480
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ। এমন ভাস্কর্য সবখানেই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
ধন্যবাদ।
১৭
216419
০২ মে ২০১৪ দুপুর ১২:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : Sada Kalo Mon লিখেছেন : মুজিব কু্ত্তে আইলো, তহন তাে মুজিব ছিলই না, ভাস্কার্যটি যে বানাইছে হেই মনে হয় আম্লীগের সর্বশ্রেষ্ঠ চামচা!
সত্যিই বলেছেন ওরা চুর.... m/ phbbbbt Time Out
০২ মে ২০১৪ বিকাল ০৪:০৮
164667
আবু জারীর লিখেছেন : খালি চোর না,মহা চোর, জোচ্চোর।
ধন্যবাদ।
১৮
267654
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৮
ক্যান্টরের ধুলা লিখেছেন : দেশটা স্বাধীন করল আমগো গুআযম আর নিজামী চাচায়। আর ইতিহাস হিরো বানইলাইছে বঙ্গবন্ধুরে। সালার ইতিহাসবিদরা গুআযমরে ঝাতির পিতা না বানাইয়া ববঙ্গবন্ধুরে বানাইল জাতির পিতা। বড়ই আপসুস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File