মন্তব্যের ৫ হাজারি ক্লাবে আমি আছি, আপনি কোথায় ? অনেকেই শুধু নিজের পোষ্টে মন্তব্য চায়।
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ মে, ২০১৪, ০৮:২৮:৩৩ সকাল
হা,সম্মানিত ব্লগার আপনাদের সালাম ও শুভেচ্ছা। আজ এই ব্লগে আপনাদেরকে মন্তব্য করতে করতে আমি এক অনন্য রেকর্ড সৃষ্টি করলাম । বাংলাদেশে তো কত ধরনের রেকর্ড হয়,তাই আমারটাকেও আমি রেকর্ড হিসাবে ধরে নিলাম ।গিনেজ বুকে না হোক ব্লগীয় বুকে তো একটা রেকর্ড হলো। আর তাহলো আজ আপনাদের পোষ্টে করা মন্তব্যের সংখ্যা পুরো ৫ হাজার হলো । তাই এই ব্লগে মন্তব্যের ৫ হাজারি ক্লাব নামে একটা ক্লাব বানানো হলো। যে ক্লাবের প্রথম সদস্য (সম্ভবত) আমি । আর কে কে আছেন হাত তুলেন। তাদেরকেও এই ক্লাবের সদস্য করে নেই । আর যারা দুরে আছেন আজ থেকে শুরু করুন, যত তাড়াতাড়ি সম্ভব ৫ হাজার পূর্ণ করুন। যিনি আগে আসবেন তাকে কিন্তু সদস্য সচিব হিসাবে নিয়োগ দেয়া হবে।
আরেকটা রেকর্ড বলা যায় আমার আছে। আর তাহলো, যেদিন থেকে এই ব্লগে সপ্তাহের সেরা মন্তব্যকারীর নাম দেয়া হচ্ছে সেদিন থেকে একটি মুহুর্তের জন্যও আমার নাম সরে যায়নি। অর্থাৎ প্যারিস থেকে আমি ওখানে সুপার গ্লো দিয়ে লাগানো আছে।
জেনে নিন আমার পরিসংখ্যান।
পোস্ট লিখেছেনঃ ১৬২ টি
মন্তব্য করেছেনঃ ৫০০০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৩৩৮৮ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৮২৪৪৬ বার
ব্লগে আছেনঃ ১ বছর ২ মাস ৬ দিন
আল হামদুলিল্লাহ । কি আপনাদের হিংসে হচ্ছে বুঝি ।
তবে একটি দুঃখের কথা বলি। এই ব্লগে অনেকেই আছেন যারা শুধু নিজেদের লেখায় মন্তব্য আশা করে । কিন্তু তারা কাওকে মন্তব্য করবেনা। করলে যেন তাদের ভাবটা একটু কমে যায় । আর হা,নতুনও অনেকে আছেন তিনারাও মন্তব্য করতে চান না মনে হয় । এমন অনেক আছেন যাদের উঠানে আমি অনেকবার পা মাড়িয়েছি,কিন্তু আমার উঠানে উনাদের পা মাড়াতে পারছিনা । আরে ভাই, আমি যদি আপনার উঠানে যাই তাহলে আপনিও আমার উঠানে আসবেন আপনার প্রতি কি আমার এই দাবিটুকুও নেই ?
স্যরি কেও মাইন্ড করবেন না। আপনাদের সকলের প্রতি ভালোবাসা থেকেই এই কথাগুলো বললাম। তবে নাস্তিকরা আমার উঠুনে সম্পূর্ণ নিষিদ্ধ।
সকলের প্রতি ৫ হাজার রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৬৮৯ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই পোষ্টখানা ষ্টিকি করা হোক যাতে আমরা সকলেই উৎসাহিত হতে পারি।
আর হে, মডুরা কোন সেলিব্রেটির লেখা খুজতছে ষ্টিকি করার জন্য। না হলে যে তাদের ও ভাবটা কমে যায়।
বলি মাঝে মধ্য একটু আধটু আনন্দের লাগিয়া ব্যতিক্রমি এই পোষ্টগুলোকে ষ্টিকি করলে কি এমন ক্ষতি হবে!
টুমরো ব্লগে আপনার আর আমার প্রায়ই একই সময় ।
আমার কথা যদি বলি , তাহলে এই ব্লগে আমি খুব একটা পোস্ট না করলেও অন্যের পোস্টে যেসব মন্তব্য করি তা অনেক সময় পোস্টের চেয়েও বড় হয়ে যায় । বেশীর ভাগ সময়েই তা হয় সোজা হিসেবে ক্যাচাল মার্কা । ক্যাচাল হলেও আমি পোস্টের লেখার বিপরীতে বলার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে পোস্ট দাতা যা বলতে চেয়েছেন তার বিপরীতেও কথা আছে , মানুষ আছে এবং তাদেরও দ্বিমত থাকতে পারে ।
এর ফলে খুব কমই কুইক কমেন্ট ইউজ করি । আমি এই কুইক কমেন্ট যদিও কখনও কখনও করি তবে আমি এর ঘোর বিরোধী ।
ব্লগ কর্তৃপক্ষ যখন থেকে ''সর্বোচ্চ মন্তব্যকারী'' অপশনটি চালু করে তখন আমিই ছিলাম সর্বোচ্চ মন্তব্যকারী এবং এটা আমার আছে আন এসপেক্টেড ছিল এবং এতে এক্সাইটেড হবার চেয়ে বিব্রতই হয়েছিলাম বেশী ।
ধারনা করেছিলাম যে এখন থেকে নিজেকে সর্বোচ্চ মন্তব্যকারীর প্রথম ১০ এ আনতে সবাই ''কুইক কমেন্ট'' এর মত সহজ অপশনটাকেই বেছে নেবে । পোস্ট নিয়ে নিজের কোন নিজস্ব মন্তব্য না দিয়ে শুধু মাত্র সালাম ধন্যবাদ ও রেডি মন্তব্য করে সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকায় চলে আসবে ।
সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকাতে আমি এখনও আছি , তবে আমার বিশ্বাস যে এগুলো আমার নিজস্ব মন্তব্যই , রেডি/কুইক মন্তব্য না ।
তবে আমার মন্তব্যও অনেক আছে
-রেডি মন্তব্য প্রসংগে:আচ্ছা কোন মন্তব্য না করার চেয়ে একটি রেডি মন্তব্য করাটাও কি ভালো নয়। এতে করে পোষ্টদাতা অন্তত একটু উৎসাহিত হলেন। আমি মাঝে মধ্যে রেডি মন্তব্য করি শুধুমাত্র সেই নিয়তে।
-সর্বোচ্চ মন্তব্যকারী অপশনটা ভালো হয়েছে,অন্তত আরো কিছু মানুষ উৎসাহিত হবে মন্তব্য করতে। আমার তো মনে হয় এখন বিডি শুরু থেকে আজ পর্যন্ত কারা সর্বোচ্চ মন্তব্য করেছেন এরকম ৫ জনকে লটকানো দরকার।
আর আপনি মনে হয় ৫ হাজারী ক্লাবের দৌড়ে প্রথম হবেন। যা আমি কালই সার্চ করেছি।
তবে আপনার মন্তব্য গুলো ভালো লাগে হে বন্ধু।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7898/anamul1305/43137
হে আল্লাহ এই কনসেপ্ট আমাদের দান কর।
শুকরিয়া @আওণ রাহ'বার, খুবই ভালো একটা বিষয় শিখলাম।
পোষ্ট লিখতে, পড়তে, মন্তব্য ও প্রতি-মন্তব্য করতে-ও কিন্তু আমরা বড় রকমের একটা সময় ব্যয় করি । আল্লাহ'র কাছে আমাদের এই সময়গুলোর জন্য-ও যে জবাবদিহী করতে হবে সেটা মনে রাখা দরকার । ব্যাপারটা এই না যে, আমি নিজে সব সময় সময়ের সদ্ব্যবহার করে আসছি । ব্লগার আওণ রাহ'বার-এর মন্তব্য-ও এ প্রসঙ্গে স্মর্তব্য ।
সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকায় নিজের নাম উঠানোর প্রতিযোগিতা করতে যেয়ে যেন মনের মধ্যে "রিয়া" নামক ব্যাধি প্রবেশ না করে সে ব্যাপারে-ও সতর্ক থাকা দরকার ।
আমার মতে, কুইক / রেডী মন্তব্য উৎসাহ দেয় ঠিক-ই কিন্তু এগুলো পোষ্টদাতা ও মন্তব্যকারী উভয়ের-ই অযথা কালক্ষেপণ করে । পোষ্ট কতোবার পঠিত হয়েছে সেটা-ই তো উৎসাহ পাবার জন্য যথেষ্ট । আমরা সবাই অবশ্য জানি - কি ধরণের পোষ্ট পাঠকদের পছন্দ বেশী । পৃথিবীর সব দেশে-ই নারীঘটিত ব্যাপার-স্যাপার বা কেলেংকারী, প্রেম-ভালোবাসা-বিয়ে, "মানুষের কুকুর কামড়ানো" জাতীয় খবরাখাবর কিন্তু বিকায় ভালো । ব্যতিক্রম হিসেবে আছে, সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা - খুন-খারাবী-বিপ্লব হলে তো কথা-ই নাই ।
মন্তব্য আমার মতে গঠনমূলক হওয়া দরকার -- কিছু কিছু ব্লগার-কে এ ব্যাপারে বেশ যত্নবান-ও দেখা যায় ।
ধন্যবাদ ।
-মাঝে মধ্যে এ ধরনের পোষ্ট একদিকে একগুমেয়মী দুর করে অপরদিকে অন্যকে উৎসাহিত করে বলেই মনে করি।
-আর হে লেখার মান! আমাদের সেটা চেষ্টা করা উচিৎ। তবে এটাও আমাদের সকলের মনে রাখা দরকার, আমরা অনেকেই নতুন লিখছি, চাইলেই আমি আপনার মত করে লিখতে পারবোনা।
- আরেকটি বিষয় আপনি কিছু বিষয়ের উল্লেখ করে বলেছেন আসলেই আমরা যেন সেগুলোতে বেশি নজর দেই। এজন্য মাঝে মধ্যে আমিও নেগেটিভ শিরোনাম দিয়ে পোষ্ট করি।
-মন্তব্য একজন ব্লগারকে উৎসাহিত করে এতে কোন সন্দেহ নেই। টক ঝাল মিষ্টি এবং হাতুড়ির বাড়ি কতই না আনন্দ দেয় আমাদের সবাইকে।
ধন্যবাদ সমালোচলের বেশি সমালোচনা করে ফেললাম নাকি।
আমার পরিসংখ্যান
এই কষ্টটা আমার ও আছে। আপনার সাথে একমত। ওয়াদা করলাম আর কখনো মিস হবে না। যদি কোন কারনে ওয়াদা পালন না করতে নিজগুনে বুঝে নিবেন আমার অপারগতা। আপনাকে সিলেটি জালালী সালাম।
প্রবাসী আব্দুল্লাহ শাহীন
পোস্ট লিখেছেনঃ ২৩১ টি
মন্তব্য করেছেনঃ ২৭৮২ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ২৮০২ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৫৫১৬৩ বার
ব্লগে আছেনঃ ১ বছর ২ মাস ৭ দিন
আমার মাত্র ২১৯৫ টি। তবে সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকা দেয়ার পর আমি আগের চাইতে মন্তব্য করা কমিয়ে দিয়েছি। খুব অস্বস্তি লাগে নিজের নাম ঐ তালিকায় দেখলে।
আপনাকে অভিনন্দন
মন্তব্য করতে লগইন করুন