প্রেমে ভুল
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ এপ্রিল, ২০১৪, ১২:১৮:৩৪ রাত
অধিকাংশ প্রেমের ক্ষেত্রেই ভুল হয় । আর বর্তমান যুগে প্রেম যেহেতু বিয়ের আগেই যৌন সম্পর্ক সে জন্য এর পরিণতিও ভয়াবহ । কিন্তু কেন এই ভুল ? কারণ প্রেমের ক্ষেত্রে ছেলে ও মেয়ে পরস্পর সম্পর্কে জানে তাদের মাধ্যমেই । অর্থাৎ ছেলেটির পরিচয় ছেলেই দেয় আর মেয়েটির ক্ষেত্রেও তাই । কিন্তু আমরা তো অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যাবাদী । আর ছেলেরা মেয়েদের চেয়ে একটু বেশি । তাই যে যা নয়, তাই তারা বলে ।
একটা ছেলে হাজারটা অপকর্ম করলেও ধরা পড়ে না কারণ তার তো জরায়ু নেই, গর্ভ ধারণ করতে হয় না । ছেলে তো সুযোগ নিতে চাইবেই যদি বিনা পয়সায় বিনা দায়িত্বে একটা মেয়েকে ভোগ করা যায় ।
এক্ষেত্রে মেয়েদের অনেক সতর্ক থাকতে হবে । মনে রাখতে হবে , আপনার মূল্যবান সতীত্ব আপনি কেবল আপনার স্বামীকেই দান করবেন । আর স্বামীকেও বিয়ের পূর্বেই আপনার দেন মোহর শোধ করতে হবে ।
আর কোনো ছেলেকে ভালো লাগলে আপনার বাবা-মাকে দায়িত্ব দিন তার সম্পর্কে খোজ নিয়ে আপনার সাথে বিয়ে দিতে । যে বাবা-মা তিল তিল করে কস্ট করে আপনাকে লালন পালন করেছেন সেই বাবা-মাই আপনার সব চেয়ে শুভাকাঙ্খী । আর যে আপনার জন্য প্রেমে মরিয়া সে প্রকৃতপক্ষে আপনার সাথে যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী. কিন্তু আপনার বিপদে কতটুকু এগুবে সেটা প্রশ্ন সাপেক্ষ ।
ইসলাম বলে প্রেম হবে বিয়ের পর । সুতরাং আগেভাগে প্রেম করে নিজের উপর বিপদ আনার প্রয়োজন নেই । আর বাবা-মারও দায়িত্ব সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা করা । নইলে দেহের চাহিদা ও সামাজিক অবক্ষয়, মিডিয়ার কুশিক্ষা, নারীবাদী-ভোগবাদী দার্শনিকদের কুমন্ত্রণা ভুল পথে নিয়ে যেতে পারে । বিষ খেয়ে বিষক্রিয়া সম্পর্কে ধারণা নেয়ার চেয়ে, বিষ সম্পর্কে জেনে বিষ খাওয়া থেকে বিরত থাকুন ।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন