মাহমুদুর রহমান একটি অহংকার, সাহসের বাতিঘর, আপোষহীন অবিসংবাদিত নেতা!!!
লিখেছেন লিখেছেন জিহাদী ০৪ এপ্রিল, ২০১৪, ১২:৪১:৪২ রাত
আমরা কি সত্যিই ভুলে গেছি এই মহান মানুষটিকে।যে লোকটি জীবনের মায়া, মায়ের মমতা, স্ত্রীর ভালবাসা ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে ১৬ কোটি ঘুমন্ত বাঙালীকে জাগিয়ে তুলেছিল। তাকে কি আমরা এই প্রতিদান দিলাম।
যে লোকটি এতটা দিন থেকেই জালিমের কারাগারে বন্দী।
কি করলাম আমরা ওর জন্য??
আমরা আসলে এমন এক জাতি ভাল লোকের কদর বুঝি না আর চোর, বাটপার, লুটেরাদের নিয়ে মহা আনন্দে ব্যস্ত থাকি।
মাবুদ তুমি এই মজলুমকে রক্ষা কর।।
ন্ম
দি
মে
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু একই সাথে মানুষ বাধ্য হয় - হেফাজত, জামায়াত ও বিএনপির দিকে আংগুল তুলে আল্লাহর কাছে অভিযোগ করতে - কেন তারা যথাযথ কর্মসূচী দেয়না, কেন তারা নেতৃত্ব দেয়না - এমন জলজ্বান্ত একজন মানুষকে সরকারের এই বর্বর নির্যাতন ও নিপীড়ন হতে বাঁচাতে - যেখানে গণমানুষ রাস্তায় নামতে পারে, প্রতিবাদ করতে পারে এবং সম্ভব হলে ওনাকে মুক্ত করতে কার্যকর ভূমিকা ও রাখতে পারে।
মন্তব্য করতে লগইন করুন