শামীমের দায়িত্ব আমি নিলাম!! দেশে কি আর লোক নেই??
লিখেছেন লিখেছেন জিহাদী ০৫ জুন, ২০১৪, ০৮:২১:৩০ রাত
মাননীয় লেডী হিটলার নাকি কুখ্যাত সন্ত্রাসী, বহু হত্যার নৈপথ্যকারী, চাঁদাবাজদের গডফাদার. শামীম ওসমানের দায়িত্ব নিয়েছেন। শুধু ওর দায়িত্ব নিয়ে ক্ষান্ত হননি। ওনি আবার পুরো ওসমান পরিবারের দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দেওয়ার জন্য।
এখন প্রশ্ন হল!! ওনি ত সাগর -রুনি নিহত হওয়ার পর বলেছিলেন কারও বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমার নও। ওনার যদি এই দায়িত্ব নাই হবে, তাহলে ওসমান পরিবারকে শুধু বেডরুম পাহারা থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তার আশ্বাস কেন দিলেন।
দেশবাসী তা জানতে চায়!!!
তাহার কি আমরা ধরে নেব যে শামীমদের মত গডফাদারদের যদি নিরাপত্তা না দেওয়া হয়। তাহলে এই গদিতে কিভাবে থাকা যাবে এবং কিভাবে কৌশল অবলম্বন করে একের পর এক গুমের নাটক সাজিয়ে নিরীহ, নিরপরাধ লোকদের ধরে নিয়ে হত্ত্রাতের আধারে মাটি চাপা কিংবা কোন নর্দমায় অথবা শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, সুরমার কোন অববাহিকায় ফেলে দিয়ে বলা হবে এটা বিরোধী দলের কাজ।
কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে ওরা খুবই পারদর্শী।।
তাই বুঝতে আর বাকি নেই।
কেনইবা জনগণের বেডরুম পাহারা বাদ দিয়ে শামীমদের মত গডফাদারদের রান্নাঘর পযর্ন্ত পাহারা দিতে কুন্ঠিত হচ্ছেন না সরকার।।
চারী
ত্ছেব নিয়েে
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন