হিন্দুস্তান থেকে কি আদৌ কিছু শিখার আছে?

লিখেছেন লিখেছেন জিহাদী ০৮ এপ্রিল, ২০১৪, ০৩:২৪:২৮ দুপুর

বিভার্ন্তজাতি

দেবীকে খুশি করতে স্ত্রীকে বলি !

প্রকাশেতারির্ন্তজাuতি(সরি)

দেবীকে খুশি করতে নিজের স্ত্রীকে বলি দিয়েছেন এক নরপশু স্বামী। ভারতের ছত্রিশগড়ের কবর্ধা জেলার জামুপানি গ্রামে শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। বলির এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ছত্রিশগড়ের পুলিশের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ জানিয়েছে, বরকত গৌড় (৪৫) নামের এক কৃষক মানত পূরণ করতে নিজের দ্বিতীয় স্ত্রী বিরঝা বাইকে (৪০) হত্যা করে। কবর্ধা জেলা পুলিশ গতকাল রবিবার দুপুরে বরকত গৌড়কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে স্বামীর পুজার জন্য নির্ধারিত একটি ঘর থেকে বলিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানায়, পূজার ওই ঘরের দরজায় রক্তের দাগ রয়েছে।

বরকত গৌড়েরর বাবা সামরাথ গৌড় ও মা সুকলি বাই বলেছেন, বিরঝা বাই আমার ছেলের দ্বিতীয় স্ত্রী ছিল। তার ছোট দুটি মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী অসুখে মারা গেছেন। এই হত্যার জন্য আমরা লজ্জিত। আমরা এ হত্যার বিচার চাই।

যে সমাজে নিজের স্ত্রীর এই করুণ অবস্থা। সেই সমাজ থেকে আমরা ধর্মভীরু জাতি কখন ও সেই সংস্কৃতি তথা ইসলামিক মুল্যবোধ বিলীন হতে দেব না।

ছি, ছি ধিক্কার এই ধরনের হিংস্র ও মনুষত্যহীন সংস্কৃতিকে।

ষ্ত্য

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204506
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৬
অনেক পথ বাকি লিখেছেন : কি শিখবেন ভাই ?
204518
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
মাজহার১৩ লিখেছেন : বাংলাদেশেও এই সংস্কৃতি আমদানীর চেষ্টা করছে সরকার।
204560
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
শিশির ভেজা ভোর লিখেছেন : এটা ওদের বাড়াবাড়ি বলেই মনে হয়। ধর্মে এটা নেই।
204622
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
204630
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ‌এরা মানুষ না এরা জানোয়ারে পরিণত হতে চলেছে।
204645
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এগুলিই তো শিখছি আমরা। প্রগতির নামে নিন্মগতি।
204872
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৪
শেখের পোলা লিখেছেন : ভারতে এমন অনেক কিছুই আছে৷ হয়তো একদিন ওগুলোও হিন্দী নাটক সিনেমার মত এখানেও জনপ্রীয়তা পাবে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File