গনতন্ত্র ও ইসলামিক গণতন্ত্র
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৫:১৬ সন্ধ্যা
গনতন্ত্র ও ইসলামিক গণতন্ত্র কি এক ? গণতন্ত্র বলে যদি অধিকাংশ মানুষ একটা সিদ্ধান্তে পৌছে তবে তা গ্রহণযোগ্য। কিন্তু ইসলামিক গনতন্ত্র তা সবক্ষেত্রে মানবে না। ধরুন এক এলাকার ৫৫% লোক মত দিলো মদ খেতে কোনো বাধা নেই । তাহলে সেখানে মদ খেতে বাধা দেয়া যাবে না। কিন্তু ইসলামিক গণতন্ত্র ১০০% লোক মত দিলেও এ আইন মানবে না। ইসলামিক গণতন্ত্র নেতা নির্বাচনে অধিকাংশ জনগনের মত মানবে । যেখানে কোরান ও সুন্নাহ কোনো সুস্পষ্ট নির্দেশ দিয়েছে সেখানে ইসলামিক গণতন্ত্র দিমত পোষণ করতে পারে না.
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গণতন্ত্র একটি মানবরচিত কুফুরী মতবাদ, যেখানে আইন তৈরি করে মানুষ। আর ইসলামে মানুষের আইন তৈরির কোন সুযোগ নেই। ইসলামের সাথে কুফুরী মতবাদ মিশিয়ে আপনারা কাদেরকে সন্তুষ্ট করতে চান, ভাই !
মন্তব্য করতে লগইন করুন