গনতন্ত্র ও ইসলামিক গণতন্ত্র

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৫:১৬ সন্ধ্যা



গনতন্ত্র ও ইসলামিক গণতন্ত্র কি এক ? গণতন্ত্র বলে যদি অধিকাংশ মানুষ একটা সিদ্ধান্তে পৌছে তবে তা গ্রহণযোগ্য। কিন্তু ইসলামিক গনতন্ত্র তা সবক্ষেত্রে মানবে না। ধরুন এক এলাকার ৫৫% লোক মত দিলো মদ খেতে কোনো বাধা নেই । তাহলে সেখানে মদ খেতে বাধা দেয়া যাবে না। কিন্তু ইসলামিক গণতন্ত্র ১০০% লোক মত দিলেও এ আইন মানবে না। ইসলামিক গণতন্ত্র নেতা নির্বাচনে অধিকাংশ জনগনের মত মানবে । যেখানে কোরান ও সুন্নাহ কোনো সুস্পষ্ট নির্দেশ দিয়েছে সেখানে ইসলামিক গণতন্ত্র দিমত পোষণ করতে পারে না.

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160684
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
আলোর দিশা লিখেছেন : ইসলামী গণতন্ত্র আবার কোথায় পাইলেন ভাই ? গণতন্ত্র গনতন্ত্রই, সমাজতন্ত্র সমাজতন্ত্রই, জাতীয়তাবাদ জাতীয়তাবাদই।
গণতন্ত্র একটি মানবরচিত কুফুরী মতবাদ, যেখানে আইন তৈরি করে মানুষ। আর ইসলামে মানুষের আইন তৈরির কোন সুযোগ নেই। ইসলামের সাথে কুফুরী মতবাদ মিশিয়ে আপনারা কাদেরকে সন্তুষ্ট করতে চান, ভাই !
160787
০৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
স্বপ্নীল৫৬ লিখেছেন : কাউকেই নষ্ট করার ইচ্ছা নেই । আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File